গর্ভবতী পশু কুরবানী করা জায়েয। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায়, তাহলে সেটাও জবাই করতে হবে।
হযরত হুযাইয়্যা রহ. বলেন, আমি হযরত আলী রা. কে প্রশ্ন করলাম যদি বাচ্চা ভূমিষ্ট হয় তাহলে কি করবো? তিনি বললেন,
اذْبَحْ وَلَدَهَا مَعَهَا
অর্থাৎ বাচ্চাটিকেও এর সাথে যবেহ কর।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ১৫০৩
কুরবানীর পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করে দেওয়া উত্তম। যদি সদকা না করে তবে কুরবানীর পশুর সাথে বাচ্চাকেও জবাই করবে এবং গোশত সদকা করে দিবে।
সূত্র: ফাতাওয়া কাযীখান খ: ৩ পৃ: ৩৪৯, আলমগীরী খ: ৫ পৃ: ৩০১, রদ্দুল মুহতার খ: ৬ পৃ:৩২৩
তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানী করা মাকরূহ।
সূত্র: ফাতাওয়া কাযীখান খ: ৩ পৃ: ৩৫০
মুফতি রিজওয়ান রফিকী প্রিন্সিপাল- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর সদর