Home > কুরবানীর মাসআলা > স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে কি না?

স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে কি না?

স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে

স্ত্রীর পক্ষ থেকে স্বামী কুরবানী করতে পারবে। কারণ রাসুলুল্লাহ সা. তাঁর স্ত্রীদের পক্ষ থেকে কুরবানী করেছেন। হাদিস শরীফে এসেছে,

ضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَزْوَاجِهِ بِالْبَقَرِ‏

অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন।
সূত্র: সহিহ বুখারী হাদিস: ৫৫৪৮

 

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply