Home > কুরবানীর মাসআলা > কুরবানীর পশুতে শরীক কত জন হতে পারবে?

কুরবানীর পশুতে শরীক কত জন হতে পারবে?

 

উট, গরু বা মহিষে এক থেকে সাত পর্যন্ত যেকোনো ভাগেই কুরবানী করা যায়। এ ক্ষেত্রে জোড় সংখ্যা হওয়া বা বেজোড় সংখ্যায় হওয়া জরুরী নয়। আর ভেড়া, দুম্বা বা ছাগলে এক জনের বেশি ভাগে কুরবানী জায়েয নেই। হাদিস শরীফে এসেছে,

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ

অর্থ: জাবির ইবনু ‘আব্দুল্লাহ রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ (একটি) গরু সাতজনের পক্ষ থেকে এবং (একটি) উট সাতজনের পক্ষ থেকে (কুরবানী করা যাবে)
সূত্র: সুনান আবু দাউদ হাদিস: ২৮০৮ জামে তিরমিযি হাদিস: ৯০৪ সহীহ ইবনে হিব্বান: ৪০০৬ সহীহ ইবনে খুযাইমা: ২৯০১

Check Also

√মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply