Home > কুসংস্কার > ৬. ঢেঁকির ওপর বসে আহার করলে বউ মারা যায়?

৬. ঢেঁকির ওপর বসে আহার করলে বউ মারা যায়?

 

সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “ঢেঁকির ওপর বসে আহার করলে বউ মারা যায়।”
এটা একটি জঘন্য কুসংস্কার। যার সাথে মুসলিমদের বিশ্বাসের সাথে কোনো সম্পর্কই নেই, বরং পুরোটাই কুফরী মতবাদ। কারণ হায়াৎ ও মউত পুরোটাই আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ তা’য়ালা বলেন,

وَ لِکُلِّ اُمَّة اَجَلٌ ۚ فَاِذَا جَآءَ اَجَلُهُمۡ لَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَة وَّ لَا یَسۡتَقۡدِمُوۡنَ

প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের মেয়াদ এসে যাবে, তখন তারা না এক মুহুর্ত পিছে যেতে পারবে, আর না এগিয়ে আসতে পারবে।
সুরাঃ আরাফ আয়াত: ৩৪

Check Also

স্বামীর নাম মুখে নিলে অমঙ্গল।

  সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, ”স্বামীর নাম মুখে নেয়া যাবে না। এতে স্বামীর …

Leave a Reply