মহিলারা শুধুমাত্র স্বামীর খুশি ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চুল বাদামী, সোনালি, লালচে প্রভৃতি কালার করতে পারবে। কারণ হাদিস শরীফে এসেছে,
إِنَّ أَبَا هُرَيْرَةَ رضى الله عنه قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ
অর্থ: হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদী ও নাসারারা (দাঁড়ি ও চুলে) রং লাগায় না বা খেযাব দেয় না। অতএব তোমরা (রং লাগিয়ে বা খেযাব লাগিয়ে) তাদের বিপরীত কাজ কর।
সহিহ বুখারী হাদিস: ৩৪৬২
তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে,
১. কালো কালার না করা।
২. কালারে ক্ষতিকারক কিছু না থাকা।
৩. এমন মোটা কোনো কালার যেটা দিলে চুলের গোড়ায় পানি পৌছায় না এ ধরণের কালার না হওয়া। কারণ এ ধরণের কালার হলে ফরজ গোসল আদায় করা সম্ভব হয় না।
৪. পরপুরুষকে দেখানোর উদ্দেশ্য না হওয়া।
৫. অমুসলিম ও ফাসেক অথবা নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ইত্যাদির সাদৃশ্য অবলম্বন করার উদ্দেশ্য না হওয়া।
মুফতি রিজওয়ান রফিকী প্রিন্সিপাল- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর সদর
				
মাশাল্লাহ
Mashallah
Mash Allah
Ma sha allah
মাশাল্লাহ হুজুর অসাধারণ