Home > কবিতা সমগ্র > না থাকিলে তেল।

না থাকিলে তেল।

 

স্বার্থবাদের এ দুনিয়ায় না থাকিলে তেল,
তেল ছাড়া তো রয় ভরে, কারো কোনো বেইল।
ও যুবক, তোর পকেট ফাকা, মাইয়া পাইবা না,
টাকাই প্রেমিক, টাকাই স্বামী, টাকাই ভালোবাসা।
প্রেমের সময় মেয়ে তোমায় বলেছিল জান,
বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাচান।
সাবধানে থাকিও স্বামী, পকেট হয়রে যদি ফাকা,
বউটা তোমার রয় না ঘরে, প্রেমে পড়ে ঠাডা।
হাদিয়া বিনে মুরিদ পীরের নজরও পায় না।
নেতার চেয়ার না থাকিলে চামচা থাকে না,
চামচা তোমার নেতা আপন জানো কতদিন,
ভোট গেলে আর নেয় না খবর,আসে না কোনোদিন।
টাকা ছাড়া উকিল বাবু কলম ধরে না,
অফিস-আদালতেও নাকি ওড়ে শুধু টাকা।
টাকাই নেশা, টাকাই পেশা, টাকাই চলে খেল,
টাকা ছাড়া নাইকো ভবে, কারো কোনো বেইল।

রিজওয়ান রফিকী ৫/৯/২১

Check Also

উল্টো বাস্তবতা:

লেখক: মুফতী রিজওয়ান রফিকী লোকে বলে, লেখা-পড়া করলে নাকি গাড়ি ঘোড়া হয়, এখন শিক্ষিতরাই বেকার …

২ comments

  1. আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগলো কবিতাটি

  2. আসসালামু আলাইকুম ।
    আমি মুফতি ওবাইদুল্লাহ
    ইমাম ও খতিব মনোহরদী বা্ষ্ট্যান্ড জামে মসজিদ।
    মনোহরদী, নরসিংদী।
    হুজুর , আমি আমার মাদরাসা মনোহরদী বাষ্ট্যান্ড এর পাশে একটি মাহফিলের তারিথ চাচ্ছিলাম ,দেওয়া যাবে ?

Leave a Reply