Home > কুরবানীর মাসআলা > ওয়াজীব কুরবানীর সাথে নফল কুরবানী করা যাবে?

ওয়াজীব কুরবানীর সাথে নফল কুরবানী করা যাবে?

 

ওয়াজীব কুরবানীর সাথে নফল কুরবানী করা যাবে। কারণ হাদিসে এসেছে,

عن نافع عن ابن عمر أنه كان لا يضحى عن حبل ولكن كان يضحى عن ولده الصغار والكبار ويعق عن ولده كلهم

অর্থ: হযরত নাফে থেকে বর্ণিত যে, ইবনে ওমর রা: তিনি গর্ভস্থ সন্তানের পক্ষ থেকে কুরবানী করতেন না।কিন্তু তিনি তাঁর ছোট বড় সন্তানদের পক্ষ থেকে কুরবানী করতেন এবং সকল সন্তানদের পক্ষ থেকে আকীকা করতেন।
সূত্র: মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস: ৮১৩৬

লেখক

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.