Home > কবিতা সমগ্র > নন্দিত মানব নিন্দিত কেন?

নন্দিত মানব নিন্দিত কেন?

লেখক: মুফতী রিজওয়ান রফিকী।

কাক বলো, বক বলো বলো রে কোকিল,
মানুষেরই সাথে কারো হয় না কভু মিল।
হাতি কি বা সিংহ বলো, কা’বা কি ফিরিস্তা বলো,
বলো রে আসমান,
শ্রেষ্ট মানব তোমার মত, নয় কারো সম্মান।
ক্ষুদ্র পোকা জোনাকীটা কত আলো দেয়,
শ্রেষ্ট মানব দিন দুপুরে মানব জিবন নেয়।
ঝিনুক মাঝে মুক্তা মনি, খেজুর গাছে রস,
হায়রে মানব, লোভ লালসায় নৈতিকতায় ধস।

কুকুর বিড়াল মালিক চেনে, নেমকহারাম না,
শ্রেষ্ট মানব সব চেনো রে মালিক চেনো না।
কয়লা কি বা ময়লা বলো, আধার যত কালো,
মনের হিংসা, মনের ময়লা সবচে বেশি কালো।
হায়রে মানুষ, বুঝলি না তো, তোমার কত শান,
আলোকিত জিবন গড়ে বাঁচাও নিজের মান।

تو پایا شرف عظیمی تو پایا کرم خدائی
تو مگر کار بہیمی تو تو آج کار دوزخی
نصیب میں ملا رب کے پیارا نبی احمد
ارے ظالم تو آج مانا یہ دنیا کی محبت

তারিখ: ৫-৯-২২ ঈ. রাত: ১২ টা

Check Also

উল্টো বাস্তবতা:

লেখক: মুফতী রিজওয়ান রফিকী লোকে বলে, লেখা-পড়া করলে নাকি গাড়ি ঘোড়া হয়, এখন শিক্ষিতরাই বেকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.