পাঁচ কল্লি টুপি

১. মুজাফফর” লিখতেও পাঁচ অক্ষর লাগে।

২. মুসাফাহা।
ক. এক হাত দিয়ে খৃষ্টানরা মুসাফা করে।
খ. পাঁচ আঙ্গুল দিয়ে মুসাফা করে খৃষ্টানরা।

. ইসলামের পাঁচ ভিত্তি।
৪. পাঁচ ওয়াক্ত নামাজ।

إنَّ اللهَ افترض على العبادِ خمسَ صلواتٍ، في كلِّ يومٍ وليلةٍ
মুসলিম: ১৯

. মুহাম্মাদ সা. নাম লিখতেও ৫ অক্ষর।
৬. আঙ্গুল ৫ টা

 

সাদা

১. ইবনে হাজার আসকালানী রহ.
আল-ইসাবাহ ফাই তামইজিস সাহাবাহ খ. ৪ পৃ. ৩৩৯

২. ইমাম বুখারী রহ.
আততারীখুল কাবীর খ. ৭ পৃ. ১৩১

৩. ইমাম আবু হাতেম রহ.
কিতাবুল জারহি ওয়াত তা’দীল খ. ৭ পৃ. ৮১

ফারকাদ রা. বলেন,

أكلت مع رسول الله صلى الله عليه وسلم، ورأيت عليه قلنسوة بيضاء

গোল এবং মাথার সাথে লেগে থাকা।

ক. ইমাম যাহাবী রহ.
মিযানুল ই’তিদাল খ. ২ পৃ. ৩৫১

খ. ইবনে আসাকীর রহ.
তারিখে দিমাশক খ. ৪ পৃ. ১৯৩

আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণণা করেন,

كان للنبيِّ ﷺ كمةٌ لاطيةٌ يلبسها

মাওলানা

ক. আল্লাহর নাম আছে মাওলানা।
খ. শিয়াদের প্রচলন।

নবীজি সা. যায়েদ রা. কে বলেছিলেন,

أنْتَ أخُونا ومَوْلانا

সূত্র: বুখারী ২৬৯৯ মুসলিম: ১৭৮৩
সহিহ আল জামে আলবানী: ১৪৭৯

Check Also

…৫১ নাম্বারে আমার নাম। …করোনাকালীন সময়ে কোথায় ছিলে ما يلفظ من قول الا الخ তোমাদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.