Home > কুরবানীর মাসআলা > রাতে কুরবানী করা অনুত্তম।

রাতে কুরবানী করা অনুত্তম।

 

১০ ও ১১ তারিখ দিবাগত রাতেও কুরবানী করা জায়েয। তবে দিনে কুরবানী করাই ভালো। কারন,

عن عطاء بن يسار قال نهى رسولُ اللهِ ﷺ عنِ الذَّبحِ باللَّيلِ

অর্থ: হযরত আত্বা ইবনে ইয়াসার রহ. বলেন, নবীজি সা. রাতে কুরবানী করতে নিষেধ করেছেন।
সূত্র: মুহাল্লা খ. ৭ পৃ. ৩৭৯ মুসনাদে আহমাদ, হাদীস: ১৪৯২৭; মাজমাউয যাওয়াইদ ৪/২২, আদ্দুররুল মুখতার ৬/৩২০, কাযীখান ৩/৩৪৫, বাদায়েউস সানায়ে ৪/২২৩

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.