Home > জায়েয-নাজায়েয > মহিলাদের চুল কাটা জায়েয?

মহিলাদের চুল কাটা জায়েয?

সৌন্দর্য বাড়ানোর নিয়তে মহিলাদের জন্য চুল ছোট, করা জায়েজ আছে। কারণ হাদিসে এসেছে,

كَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ

অর্থ: নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ তাদের মাথার চুল এমনভাবে ছেঁটে-কেটে রাখতেন যে, শেষ পর্যন্ত তা ওয়াফরা (চুলের মাথা কেটে কান পর্যন্ত করা হলে তাকে ওয়াফরা বলা হয়) এর মত হয়ে যেতো।
সূত্র: সহীহ মুসলিম হাদীস: ৩২০ বুখারী: ২৫১

কিন্তু যদি পুরুষদের মত ছোট ছোট চুল করা হয়, তাহলে জায়েয হবে না। কারণ হাদিসে এসেছে,

عن ابن عباس رضى الله عنهما قال لَعَنَ رَسولُ اللَّهِ ﷺ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجالِ بالنِّساءِ والمُتَشَبِّهاتِ مِنَ النِّساءِ بالرِّجال

অর্থ: হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাদৃশ্যগ্রহণকারী পুরুষদের উপর এবং পুরুষদের সাদৃশ্য গ্রহণকারী নারীদের উপর লানত করেছেন।
সূত্র: সহীহ বুখারী হাদীস: ৫৮৮৫

উপরন্তু কোন বিধর্মীর ষ্টাইলে কাটলেও জায়েয হবে না। কারণ হাদিসে এসেছে,

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

অর্থ: হযরত ইবনে ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত।
সূত্র: সুনানে আবু দাউদ, হাদীস-৪০৩১ আহমাদ-৫১১৪

আরো বিস্তারিত দেখুন-
রদ্দুল মুহতার খ: ৯ পৃ: ৫৮৩ হিন্দিয়া খ: ৫ পৃ: ৩৫৮

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.