Home > জায়েয-নাজায়েয > মসজিদ, কবর, মাজার ইত্যাদী লাইটিং করা।

মসজিদ, কবর, মাজার ইত্যাদী লাইটিং করা।

কোনো অনুষ্ঠান বা দিবস উপলক্ষে মসজিদ বা কবরস্থান-মাজার আলোকসজ্জা করা জায়েয নেই। কারণ এটা অপচয়ের পাশাপাশি বিধর্মীদের অভ্যাস। সুতরাং এ কাজ থেকে বিরত থাকা প্রতিটি মুমিনের জন্য আবশ্যক।

কারণ হাদিস শরীফে এসেছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَائِرَاتِ الْقُبُورِ وَالْمَتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ ‏

অর্থ: ইবনু আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর যিয়ারাতকারী মহিলাদের অভিসম্পাত করেছেন। যারা কবরের উপর মাসজিদ নির্মাণ করে এবং কবরে বাতি জ্বালায় তাদেরকেও অভিসম্পাত করেছেন।
সূত্র: সহিহ ইবনে হিব্বান হাদিস: ৩১৮০ আবু দাউদ: ৩২৩৬ তিরমিযি: ৩২০ নাসাঈ: ২০৪৩

ذَكَرَ النَّوَوِيُّ أَنَّهَا مِنَ الْبِدَعِ الْقَبِيحَةِ، وَأَنَّهَا ضَلَالَةٌ فَاحِشَةٌ جُمِعَ فِيهَا أَنْوَاعٌ مِنَ الْقَبَائِحِ. مِنْهَا إِضَاعَةُ الْمَالِ فِي غَيْرِ وَجْهِهِ، وَمِنْهَا إِظْهَارُ شَعَائِرِ الْمَجُوسِ
সূত্র: আল ই’তিসাম (শাতেবী রহ.) খ. ২ পৃ. ৪৭২

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.