Home > জায়েয-নাজায়েয > দাবা খেলা হারাম?

দাবা খেলা হারাম?

দাবা খেলা সম্পর্কে ইসলাম কি বলে?

দাবা খেলা ইসলামী শরীয়তে সম্পূর্ণরুপে নাজায়েয। হযরত আলী রা: এর ব্যাপারে একটি বর্ণনা এসেছে,

عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُ مَرَّ عَلَى قَوْمٍ يَلْعَبُونَ الشِّطْرَنْجَ فَقَالَ مَا هَذِهِ التَّمَاثِيلُ الَّتِي أَنْتُمْ لَهَا عَاكِفُونَ لَأَنْ يَمَسَّ جَمْرًا حَتَّى يُطْفَأَ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّهَا.

অর্থ: হযরত আলী রা: একবার দাবা খেলায় রত কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তাদের কে বললেন, এই মুর্তিগুলো কী, যাদের সামনে তোমরা ঝুকে পড়েছো আছো? এগুলো স্পর্শ করার চেয়ে জলন্ত অঙ্গার নির্বাপিত হওয়া পর্যন্ত তাতে হাতে রেখে দেওয়া ভাল।
সূত্র: সুনানে কুবরা (বাইহাকী) হাদিস-২১৪৫৮

عن ابنِ عمرَ أنَّه سُئل عن الشِّطْرَنْجِ فقال هو شرٌّ من النَّرْدِ

অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে উমর রা: কে দাবা খেলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, সেটা পাশা (বা লুডু) খেলা থেকে নিকৃষ্ট।
সূত্র: আল মুহাযযাব খ:৮ পৃ:৪২২৪
মাজমুউ ফাতাওয়া (ইবনে তাইমিয়া) খ:৩২ পৃ:১৫১

আর পাশা (বা লুড) সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

من لعبَ بالنَّرْدِ فقد عصى اللهَ ورسولَه

অর্থ: যে পাশা (বা লুডু) খেলল সে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে নাফরমানি করল।
সূত্র: আবু দাউদ হাদীস-৪৯৩৮ ইবনে মাজা-৩৭৬২ মুসনাদে আহমাদ-১৯৫২১ ইবনে হিব্বান-৫৮৭২

عن أميرِ المؤمنينَ عليُّ بنُ أبي طالبٍ أنَّهُ قالَ الشِّطرَنجُ منَ الميسِرِ

অর্থ: হযরত আলী রা: থেকে বর্ণিত তিনি বলেন, দাবা (কোআনে বর্ণিত হারাম) মাইছির এর অন্তর্ভুক্ত।
সূত্র: উমদাতুত তাফসীর খ:১ পৃ:৭২৩ ইরশাদুল ফকীহ খ:২ পৃ:৪১৯

অতএব পাশা,লুডু,দাবা,তাস,ক্যারম ইত্যাদী খেলা হারাম হওয়ার অনেক গুলো কারণ রয়েছে।চাই টাকা দিয়ে জুয়া আকারে খেলুক বা অন্য কোন ভাবে। সর্ব অবস্থা এ গুলো হারাম। মুসলমানদের জন্য এ ধরনের খেলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।   

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.