সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “স্ত্রীর নাকে নাক ফুল না দিলে স্বামীর অমঙ্গল হয়।” এই অমঙ্গল বা কুলক্ষণে বিশ্বাস করা কোনো মুসলিমের কাজ নয়। কারণ হাদিস শরীফে এসেছে,
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الطِّيَرَةُ مِنَ الشِّرْكِ
অর্থ: হহযরত আবদুল্লাহ ইবনু মাসউদ রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুলক্ষণে বিশ্বাস করা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ১৬১৪ আবু দাউদ: ৩৯১০ ইবনে মাজাহ: ৩৫৩৮ আহমাদ: ৪১৯৪ সহিহ ইবনে হিব্বান: ৬১২২ আত তারগীব খ: ৪ পৃ: ১০৫ (হাদিসটি সহিহ)