সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে,” হঠাত্ বাম চোখ কাঁপলে দুঃখ আসে। এটা শিরকী বিশ্বাস। কারণ বিপদ-আপদ সব কিছুই তাকদীরের ফায়সালা যা আগেই লিপিবদ্ধ করেছেন আল্লাহ তা’য়ালা। আল্লাহ তা’য়ালা বলেন,
مَاۤ أَصَابَ مِن مُّصِیبَةࣲ فِی ٱلۡأَرۡضِ وَلَا فِیۤ أَنفُسِكُمۡ إِلَّا فِی كِتَابࣲ مِّن قَبۡلِ أَن نَّبۡرَأَهَاۤۚ إِنَّ ذَ ٰلِكَ عَلَى ٱللَّهِ یَسِیرࣱ
অর্থ: পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোন বিপদ আসে না; কিন্তু তা জগত সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে। নিশ্চয় এটা আল্লাহর পক্ষে সহজ।
সুরাঃ হাদিদ আয়াত: ২২