হালাল প্রাণীর পায়া রান্না করে নিহারী বানিয়ে খাওয়া জায়েয আছে। কারণ হাদিসে এসেছে,
عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ كُنَّا نَرْفَعُ الْكُرَاعَ فَيَأْكُلُهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ خَمْسَ عَشْرَةَ مِنَ الأَضَاحِيِّ
অর্থ: হযরত আয়েশা রাদি. বর্ণনা করেন, আমরা পায়া তুলে রাখতাম (সংরক্ষণ করে রাখতাম) অতঃপর রাসূলুল্লাহ (স.) ১৫ দিন পরে তা খেতেন।
সূত্র: সুনানে তিরমিযি হাদিস: ১৫১১ ইবনে মাজাহ: ২৬৯৪
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।