রোযা রেখে হস্তমৈথুন করার ফলে বীর্যপাত হলে রোযা ভেঙ্গে যাবে। আর যদি বীর্যপাত না হয়, তাহলে রোযা নষ্ট হবে না। কারন বীর্যপাত হওয়ার অর্থ হলো কাম উত্তেজনার চূড়ান্ত স্বাদ গ্রহণ করা। যা হাদিসে নিষেধ। হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত নবিজি স: বলেন,
والَّذِي نَفْسِي بيَدِهِ لَخُلُوفُ فَمِ الصّائِمِ أطْيَبُ عِنْدَ اللَّهِ تَعالى مِن رِيحِ المِسْكِ. يَتْرُكُ طَعامَهُ وشَرابَهُ وشَهْوَتَهُ مِن أجْلِي
অর্থ: যাঁর হাতে আমার জিবন সে সত্তার কসম করে বলছি, রোযাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের থেকেও প্রিয়, যে তার খাবার, পানীয় ও কামনা বাসনা আমার জন্য ত্যাগ করে।
সূত্র: বুখারী হাদিস-১৮৯৪ মুসলিম-১১৫১
এজন্য ফুকাহায়ে কেরাম বলেছেন,
الصَّائِمُ إذَا عَالَجَ ذَكَرَهُ حَتَّى أَمْنَى يَجِبُ عَلَيْهِ الْقَضَاءُ
অর্থ: রোযাদার ব্যক্তি যদি হস্তমৈথুন করে এবং এর ফলে বীর্য বের হয় ৷ তাহলে তার রোযা ভেঙ্গে যাবে এবং পরবর্তীতে তা ক্বাযা করতে হবে ৷
সূত্র: আলবাহরুর রায়েক খ: 2 পৃ: 475 ফাতাওয়া হিন্দিয়া খ:১ পৃ:২০৫
তবে এ ক্ষেত্রে না বললেই নয়, হস্তমৈথুন করা ইসলামে পরিস্কার হারাম। এ কাজে ঈমানের যেমন ক্ষতি তেমনি শরিরের জন্য মারাত্মক ক্ষতি। তাই এ বদ অভ্যাস থেকে বিরত থাকা অপরিহার্য ৷
লেখক:
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক- মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর।