Home > কুসংস্কার > স্বামীর নাম মুখে নিলে অমঙ্গল।

স্বামীর নাম মুখে নিলে অমঙ্গল।

 

সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, ”স্বামীর নাম মুখে নেয়া যাবে না। এতে স্বামীর অমঙ্গল হয়।” এটা শিরকী বিশ্বাস। কারণ অশুভলক্ষণ বা কুলক্ষণ বলে ইসলামে কিছু নেই। এসব সুস্পষ্ট শিরক। কারণ হাদিস শরীফে এসেছে,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الطِّيَرَةُ مِنَ الشِّرْكِ

অর্থ: হহযরত আবদুল্লাহ ইবনু মাসউদ রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুলক্ষণে বিশ্বাস করা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত।
সূত্র: জামে তিরমিযি হাদিস: ১৬১৪ আবু দাউদ: ৩৯১০ ইবনে মাজাহ: ৩৫৩৮ আহমাদ: ৪১৯৪ সহিহ ইবনে হিব্বান: ৬১২২ আত তারগীব খ: ৪ পৃ: ১০৫ (হাদিসটি সহিহ)

তবে স্ত্রীর জন্য স্বামীর নাম ধরে ডাকা ইসলামের দৃষ্টিতে এক প্রকার অসৌজন্যতা, তাই এমনটা করা মাকরূহ বা অনুচিত। কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا ‏

অর্থ: যে লোক আমাদের শিশুদের আদর করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
সূত্র: আত তারগীব খ: ১ পৃ: ৯০ জামে তিরমিযি হাদিস: ১৯১৯ (হাদিস সহিহ)

ফতোয়ায়ে শামীতে আসছে,

يكره أن يدعو الرجل أباه وأن تدعو المرأة زوجها باسمه

অর্থাৎ সন্তানেরর জন্য বাবার নাম ধরে ডাকা এবং স্ত্রীর জন্য স্বামীর নাম ধরে ডাকা মাকরূহ বা অনুচিত।
রদ্দুল মুহতার খ: ৬ পৃ: ৪১৮

Check Also

১২. পাতিলে বা পাটায় ভাত খেলে মেয়ে সন্তান জন্ম নেয়।

  সমাজে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, “পাতিলে বা কড়াইয়ে ভাত খেলে অথবা পাটায় মোছা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.