স্বামী যদি রাগ করেন বা নিষেধ করেন, তাহলে কম হোক বা বেশি হোক স্বামীর অনুমতি ছাড়া তার টাকা খরচ করা স্ত্রীর জন্য জায়েজ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
عن أَبَا أُمَامَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلم يَقُولُ لَا تُنْفِقُ الْمَرْأَةُ شَيْئًا مِنْ بَيْتِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ وَلَا الطَّعَامَ قَالَ ذَاكَ أَفْضَلُ أَمْوَالِنَا
অর্থ: হযরত আবূ উমামাহ রা. সূত্রে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি- স্বামীর বিনা অনুমতিতে কোনো স্ত্রী তার ঘরের কিছু খরচ করবে না। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! খাদ্যদ্রব্যও নয়? তিনি বললেনঃ এটা তো আমাদের সর্বোত্তম সম্পদ।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ৩৫৬৫ তিরমিযি: ২১২০ ইবনে মাজাহ: ২৩৯৮ আহমাদ: ২২২৯৪
তবে স্ত্রী যদি জানেন যে, কিছু দান-সাদাকা করলে স্বামী মন খারাপ করবেন না বা স্বামী এতে সায় দেবেন এবং আপত্তি করবেন না বলে স্ত্রীর প্রবল ধারণা রয়েছে। তাহলে এমন কিছুর ক্ষেত্রে স্বামীর স্পষ্ট অনুমতি ছাড়া স্ত্রী খরচ করতে পারবেন। আর এতে তারা দুইজনই সওয়াব পাবেন। কারণ হাদিসে এসেছে,
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِذَا تَصَدَّقَتْ الْمَرْأَةُ مِنْ طَعَامِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِك
অর্থ: হযরত আয়েশা রা. হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; স্ত্রী তার স্বামীর খাদ্য সামগ্রী হতে বিপর্যয়ের উদ্দেশ্য ব্যতীত সদাকাহ করলে সে সদাকাহ করার সওয়াব পাবে, উপার্জন করার কারণে স্বামীও এর সওয়াব পাবে এবং সঞ্চয়কারীও অনুরূপ সওয়াব পাবে।
সূত্র: সহীহ বুখারী হাদিস: ১৪৩৭