লেখক: মুফতী রিজওয়ান রফিকী
আসো গল্প বলি এক স্বাধীনতার,
যা অর্জিত লক্ষ জিবন সাধনার।
আদর্শ বুলি মারি, কর্মে জুলুমবাজ
আমরা কি সন্তান নাকি গাদ্দার?
গল্প বলি এক স্বাধীনতার,
আসো গল্প বলি এক স্বাধীনতার,
যা অর্জিত লক্ষ জিবন সাধনার।
ভিজিটের কান্ডে ডাক্তার মশাই,
আস্তা কসাই,
চেকাপ চেকাপ আর চেকাপ দিয়ে,
খুব হচ্ছে কামাই।
স্বাধীন দেশের নেতার ভুড়ি,
হচ্ছে গোপাল ভাড়, হচ্ছে গাড়ি,
ফুটপাথে কত মা সন্তান বুকে,
খাদ্য-পোষাক নেই, নেই যে বাড়ি।
রাজনীতি পেটনীতি, জনসেবা ফাকাবুলি,
আজ স্বাধীনতার বাড়ি শহীদ মিনার।
ইসলাম নবী আর রবকে নিয়ে,
কটুক্তি করে যাক, হর হামেশা,
তবু থাকো চুপ, কথা বলো না।
নেত্রী-নেতার কথা ফাঁস করো না,
কপালে আছে তবে জেলের খানা।
নাস্তিক পাড়া নিয়ে কথা বলো না,
আঘাত লাগে ঐ ভোতা চেতনায়।
স্যাডিষ্ট মানিক আর তুহিন নিঝুমরা,
কত আলেমের লিষ্ট বানায়,
দেখো কত মাফিয়া গড ফাদার,
ওপেন স্বনন্দে ঘুরে বেড়ায়,
আলেম-উলামা ইমাম অসহায়,
জেলে জেলে পচে মরে ছাই,
ঐ অসহায় চাহুনি প্রশ্ন করে,
মোদের বোবা কথন তবেই প্রশ্ন করে,
স্বাধীনতা আজ গেলো কোথায়?
রাস্তা বন্ধ জ্যামে কাটে ঘন্টা,
ভিআইপি নেতাজি যাবেন বাসায়,
শিক্ষিত বেকার, চাকরি নাই তার,
নেতার ফোনে মফিজ চাকরি পায়।
ইসলাম নিয়ে করে খেল তামাশা,
রাতারাতি কেউ এমাম হয়,
সতর্ক করতে কথা বলতেই,
আলেম-উলামা মামলা খায়।
আমার নিস্তব্ধ কথন তখন প্রশ্ন করে,
স্বাধীনতা আজ গেলো কোথায়?
জীবন দিয়েছেন কত জনতা,
তবু মানেনি তারা পরাধীনতা
তবু আজ আমি পরাধীন,
এটাই তাহলে প্রাপ্য আমার।
তারিখ: ২২ আগষ্ট সন্ধার পর।