কারণ হাদিস শরীফে এসেছে,
عن عائشة أم المؤمنين رضي الله عنها قالت قال النبي صلي الله عليه وسلم رُفِعَ القلَمُ عن ثلاثةٍ عن النائمِ حتّى يستيقِظَ وعن المُبتلى حتّى يبرَأَ وعن الصَّبيِّ حتّى يكبَرَ
অর্থ: আম্মাজান আয়েশা রা: থেকে বর্ণিত নবিজি স: বলেন, ‘তিন ব্যক্তির জন্য কলমের লিখন বন্ধ রাখা হয়েছে। (অর্থাৎ শর‘ঈ বিধানের বাধ্য-বাধকতার আওতামুক্ত রাখা হয়েছে) (১) ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে, (২) পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসবে। (৩) নাবালেগ যতক্ষণ না সে বালেগ হবে।
সূত্র: আবু দাউদ হাদিস-৪৩৯৮ নাসাঈ-৩৪৩২ ইবসে মাজা-২০৪১ আহমাদ-২৪৭৩৮ (হাদিস: সহীহ)।