Home > সুন্নাত/বিদআ'ত > স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে?

স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমাবে?

স্বামী -স্ত্রীর বা স্ত্রী স্বামীর কে কোন পাশে ঘুমাবে, এব্যাপারে কোন নির্দিষ্ট কানুন বা নিয়ম নেই। তবে প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রাসূল স: বলেছেন,

وَعنِ البرَاءِ بنِ عازِبٍ رَضِيَ اللَّه عنْهمَا قَالَ قَالَ لي رسُولُ اللَّهِ ﷺ إِذَا أَتَيتَ مَضْجَعَكَ فَتَوضَّأْ وضُوءَكَ لِلصَّلاةِ ثُمَّ اضْطَجِعْ عَلى شِقِّكَ الأَيمَن

অর্থ: হযরত বারাআ ইবনু আযিব রা: সূত্রে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ যখন রাতে ঘুমানোর প্রস্তুতি নিবে, তখন সালাতের উযুর ন্যায় উযু করে ডান কাতে শুবে।
সূ্ত্র: সহিহ বুখারী হাদিস: ৬৩১১ মুসলিম: ২৭১০ আবু দাউদ: ৫০৪৬

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার, গাজীপুর।

Check Also

IMG 20200525 023548

ঈদের কোলাকুলি কি বিদআত?

ঈদ উপলক্ষে কোন কোলাকুলি নবি স: ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। যদি কেউ কারো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.