মহব্বত করে স্ত্রীকে বোন,স্বামীকে ভাই বলে সম্বোধন করা মাকরুহ।
أَنَّ قَوْلَهُ لِزَوْجَتِهِ يَا أُخَيَّةُ مَكْرُوهٌ
অর্থাৎ স্ত্রীকে ‘বোন’ বলে সম্বোধন করা মাকরুহ।
সূত্র: আদ্দুররুল মুখতার খ. ৩ পৃ. ৪৭০
কেননা হাদীস শরীফে এ থেকে নিষেধ করা হয়েছে। হাদীস শরীফে এসেছে,
عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ، أَنَّ رَجُلًا قَالَ لِامْرَأَتِهِ: يَا أُخَيَّةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُخْتُكَ هِيَ؟، فَكَرِهَ ذَلِكَ وَنَهَى عَنْهُ
অর্থাৎ আবু তামীমাহ আল-হুজাইমী রা. সূত্রে বর্ণিত, এক ব্যক্তি তার স্ত্রীকে বললো, হে আমার বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি তোমার বোন? তিনি তার এরূপ সম্বোধনরকে অপছন্দ করলেন এবং এরূপ করতে নিষেধ করলেন।
সূত্র: সুনানে আবু দাউদ হাদীস: ২২০৪
সুতরাং এমন সম্বোধন থেকে বিরত থাকতে হবে। তবে এ কারণে বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।