সম্মানিত মাস মহররম إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرࣰا فِی كِتَـٰبِ ٱللَّهِ یَوۡمَ خَلَقَ ٱلسَّمَـٰوَ ٰتِ وَٱلۡأَرۡضَ مِنۡهَاۤ أَرۡبَعَةٌ حُرُمࣱۚ সুরাঃ তাওবা, আয়াত, ৩৬ السَّنَةُ اثْنا عَشَرَ شَهْرًا، مِنْها أرْبَعَةٌ حُرُمٌ، ثَلاثَةٌ مُتَوالِياتٌ: ذُو القَعْدَةِ وذُو الحِجَّةِ والمُحَرَّمُ، ورَجَبُ مُضَرَ، الذي بيْنَ جُمادى وشَعْبانَ. সূ্ত্র: সহিহ বুখারী হাদিস: ৩১৯৭ মুসলিম: ১৬৭৯ রোযার ফযিলত: أَفْضَلُ الصِّيامِ، بَعْدَ رَمَضانَ، شَهْرُ …
Read More »সুন্নাতি জিবন
অযুতে ১৮ টি সুন্নাহ
১. নিয়্যত করা উমার ইবনুল খাত্তাব রা. বলেন, سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ অর্থ: আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, কাজ (এর প্রাপ্য হবে) নিয়্যাত অনুযায়ী হয়। সূত্র: সহিহ বুখারী হাদিস: ১ ২. বিসমিল্লাহির রহমানির রহিম বলা। بسم الله الرحمن الرحيم কোনো কোনো রেওয়ায়েতে আছে, باسم الله العظيم ، والحمد …
Read More »মসজিদ থেকে বের হওয়ার সুন্নাহসমূহ।
১. বাম পা দিয়ে বের হওয়া। মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে বের করা। হাদিস শরীফে এসেছ, عن أنسِ بنِ مالِكٍ أنَّهُ كانَ يقولُ منَ السُّنَّةِ إذا دخَلتَ المسجدَ أن تَبدأَ برِجلِكَ اليُمنى وإذا خرجتَ أن تبدأَ برِجلِكَ اليُسرى অর্থ: হযরত আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, তুমি মসজিদে যখন প্রবেশ করবে, তখন ডান পা দিয়ে প্রবেশ করবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে …
Read More »মসজিদে প্রবেশ করার সময় সুন্নাতসমূহ
১. ডান পা দিয়ে প্রবেশ করা। হাদিস শরীফে এসেছে, عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي شَأْنِهِ كُلِّهِ فِي طُهُورِهِ وَتَرَجُّلِهِ وَتَنَعُّلِهِ অর্থ: হযরত আয়িশাহ রা. হতে বর্ণিত, তিনি বলেন; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমস্ত কাজে যথাসম্ভব ডানদিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। তাহারাত অর্জন, মাথা আঁচড়ানো এবং জুতা পরার সময়ও। সূত্র: সহিহ বুখারী হাদিস: ৪২৬ …
Read More »ঘরে প্রবেশ করার সময় সুন্নাত:
১. দু’আ পড়া। ২. ঘরবাসীকে সালাম দেয়া। হাদিস শরীফে এসেছে, عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا وَلَجَ الرَّجُلُ بَيْتَهُ فَلْيَقُلْ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا ثُمَّ لِيُسَلِّمْ عَلَى أَهْلِهِ অর্থ: হযরত আবূ মালিক আল-আশ‘আরী রা. সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু …
Read More »ঘর থেকে বের হওয়ার সুন্নাত:
১. দু’আ পড়া। হাদিস শরীফে এসেছে, عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ قَالَ يَعْنِي إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ يُقَالُ لَهُ كُفِيتَ وَوُقِيتَ وَتَنَحَّى عَنْهُ الشَّيْطَانُ অর্থ: হযরত আনাস ইবনু মালিক রা. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ …
Read More »ইন্তিঞ্জার সুন্নাতসমূহ:
১. তিনিটি ঢেলা,কুলুখ বা টিস্যু এবং পানি ব্যবহার করা। ক. ইস্তিঞ্জা করার জন্য তিনটি ঢেলা বা টিস্যু নিয়ে প্রবেশ করা মুস্তাহাব। যদি আগ থেকেই বাথরুমে ব্যবস্থা করা থাকে তো ভাল। عَنْ عَائِشَةَ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إذا ذهَبَ أحَدُكم إلى الغائطِ فلْيَذهَبْ معه بثلاثةِ أحجارٍ يَستطيبُ بهنَّ فإنَّها تجزئُ عنه অর্থ: হযরত আয়েশা রা: থেকে …
Read More »ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের সুন্নাতসমূহ:
ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের সুন্নাত: ১. ঘুম থেকে জাগ্রত হয়ে দুই হাত দিতে চেহারা এবং চোখ মুছে ফেলা। যেন ঘুমের ভাব দূর হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসুলুল্লাহ সা. ঘুম থেকে জাগ্রত হয়ে, فَجَعَلَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ অর্থাৎ জাগ্রত হয়ে মুখমন্ডল থেকে ঘুমের প্রভাব মুছতে লাগলেন । সূত্র: সহিহ বুখারী হাদিস: ৪৫৭০ ২. ঘুম থেকে জাগ্রত হয়েই নিন্মেক্ত দুআ …
Read More »ইসলামী তরীকায় পেশাব-পায়খানা করার নিয়ম।
বর্জনীয় পেশাব-পায়খানারত অবস্থায় সালাম আদান-প্রদান না করা: عَنِ ابْنِ عُمَرَ أنَّ رَجُلًا مَرَّ ورَسولُ اللهِ صَلّى اللَّهُ عليه وسلَّمَ يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عليه অর্থ: হযরত ইবনু ওমর রা: থেকে বর্ণিত, এক ব্যক্তি পথ চলছিলেন এবং রাসূলুল্লাহ স: পেশাব করছিলেন। অতঃপর ঐ ব্যক্তি রাসূলুল্লাহ স: কে সালাম দিলেন। কিন্তু রাসূলুল্লাহ স: কোন উত্তর দিলেন না সূত্র: সহিহ মুসলিম হাদিস-৩৭০ মানুষের …
Read More »