সাহরি না খেতে পারলে রোযার বিধান কি?
রোযা হওয়ার জন্য সাহরী শর্ত নয়। যেমন ওযু না থাকলে নামাজ হয় না,বিষয়টি এমন নয় যে, রোযার জন্য সাহরী করতেই হবে। সাহরী না খেতে পারলেও রোযা রাখতে হবে। তবে সাহরী খাওয়া মুস্তাহাব বা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
تسحروا فإن في السحور بركة
অর্থাৎ তোমরা সাহরী খাও। কেননা সাহরীতে বরকত রয়েছে।
সহীহ মুসলিম হাদিস-১০৯৫ বুখারী-১৯২৩
সুতরাং সাহরী না খাবার অজুহাতে রোযা ত্যাগ করা যাবে না। করলে গোনাহগার হবে।ব
فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ
অর্থ: কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে,সে এ মাসের রোযা রাখবে। (সূরা বাকারা-১৮৫)