যে ব্যক্তি কুরবানী করতে পারেনি। কিন্তু তার উপর কুরবানী করা আবশ্যক ছিল। তাহলে পরবর্তিতে তার উপর উপর আবশ্যক হলো, একটি কুরবানী করা যায় এমন বকরীর মূল্য সদকা করা। বড় প্রাণীর সাত ভাগের এক ভাগের মূল্য পরিশোধ করলে হবে না, বরং
تصدق بقيمة شاة تجوز فى الأضحية
একটি ছাগল কেনা যায় এমন দাম সাদাকা করে দেবে।
সূত্র: বাদায়েউস সানায়ে খ. ৪ পৃ. ২০৩ হিন্দিয়া খ. ৫ পৃ. ২৯৬ দুররে মুখতার খ. ৯ পৃ. ৪৬৩-৪৬৫