Home > কুরবানীর মাসআলা > সামর্থ্যবান ব্যক্তি কুরবানী করতে না পারলে ক্বাযা করবে কিভাবে?

সামর্থ্যবান ব্যক্তি কুরবানী করতে না পারলে ক্বাযা করবে কিভাবে?

 

যে ব্যক্তি কুরবানী করতে পারেনি। কিন্তু তার উপর কুরবানী করা আবশ্যক ছিল। তাহলে পরবর্তিতে তার উপর উপর আবশ্যক হলো, একটি কুরবানী করা যায় এমন বকরীর মূল্য সদকা করা। বড় প্রাণীর সাত ভাগের এক ভাগের মূল্য পরিশোধ করলে হবে না, বরং

تصدق بقيمة شاة تجوز فى الأضحية

একটি ছাগল কেনা যায় এমন দাম সাদাকা করে দেবে।
সূত্র: বাদায়েউস সানায়ে খ. ৪ পৃ. ২০৩ হিন্দিয়া খ. ৫ পৃ. ২৯৬ দুররে মুখতার খ. ৯ পৃ. ৪৬৩-৪৬৫

Check Also

মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে?

  মুসলিম মহিলারা কুরবানীর পশু যবাহ করতে পারবে। যদি তারা যবাহের নিয়ম ভালোভাবে জানে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.