সকল সন্তানরা মিলে মৃত বা জিবিত বাবার নামে অথবা মায়ের নামে কুরবানী করতে পারবে। কারণ হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
ضحّى رسولُ اللهِ ﷺ بكبشَيْنِ أملحَيْنِ أحَدُهما عنه وعن أهلِ بيتِه والآخَرُ عنه وعمَّن لَمْ يُضَحِّ مِن أُمَّتِه
রাসুলুল্লাহ সা. দুটি ধুসর বর্ণের দুম্বা কুরবানী করতেন, একটা তাঁর নিজের ও পরিবারের পক্ষ থেকে আর একটি তাঁর উম্মতের মধ্যে যারা কুরবানী করেননি তাদের পক্ষ থেকে।
সূ্ত্র: তবরানী খ: ৬ পৃ: ৩০০