Home > হিজবুত তাওহীদ > সকল ধর্মগ্রন্থ এখনও অবিকৃত : হেযবুত তওহীদ।

সকল ধর্মগ্রন্থ এখনও অবিকৃত : হেযবুত তওহীদ।

প্রিয় পাঠক! শেষনবী মুহাম্মাদ সা. এর আগমণের যে উদ্দেশ্য ছিল, তার ভেতর অন্যমত উদ্দেশ্য হলো, সমস্ত উম্মাহকে আল্লাহর মনোনীত কিতাব আল-কুরআনের অনুসারী বানানো। নবীজি সা. এ মিশনকে সামনে রেখে আল-কুরআনের দিকে আহ্বান করতে গিয়ে তিনি কত বাঁধার স্বীকার হয়েছেন, তা সবার কমবেশি জানা। নবিজি স: এসে পূর্বের আসমানী সমস্ত ধর্মগ্রন্থ আল্লাহর কিতাব বলে এর উপর ঈমান আনতে হবে বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পাশাপাশি এটাও বলে দিয়ে ছিলেন যে, আমার আনীত ধর্মগ্রন্থই একমাত্র স্বচ্ছ রয়েছে। অন্যান্য ধর্মগ্রন্থগুলো সত্য মিথ্যায় মিশ্রিত হয়ে গেছে। সেগুলো মানার এখন আর কোন সুযোগ নেই। এটাই ইসলামের কথা, নবিজির স: কথা।

হেযবুত তওহীদের দাবি:

কিন্তু দূর্ভাগ্যবশতঃ হেযবুত তওহীদের দাবি হলো,
“সকল ধর্মগ্রন্থ এখনও অবিকৃত রয়েছে। এখনও সেগুলো সততার সাক্ষ দিচ্ছে। চলুন আগে দেখি কি বলেছেন তারা।

“আল্লাহর নাজেলকৃত ধর্মগ্রন্থগুলো এখনো মানুষের কাছে আছে যেগুলো স্রষ্টার অস্তিত্বের স্বাক্ষর বহন করছে। মানুষ সেগুলো ভক্তির সঙ্গে পড়ছে, জানছে, বিচার-বিশ্লেষণ করছে। সেগুলোর মধ্যে সত্য খুঁজে পাচ্ছে।”
সূত্র: আক্রান্ত দেশ আক্রান্ত ইসলাম পৃ:১৯

হেযবুত তওহীদের উক্ত বক্তব্য থেকে এ কথা সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে,
“আল্লাহর নাযিলকৃত সকল কিতাব এখনও ঠিকঠাক ভাবেই মানুষের কাছে রয়েছে।”

ইসলাম কি বলে?

এ ক্ষেত্রে আমাদের জবাব হলো, কুরআন ব্যতিত আসমানী কোন কিতাব অবিকৃত নেই, বরং সকল কিতাব তাদের ধর্মগুরুরা নিজ মত অনুযায়ী বিকৃত করে ফেলেছে। ফলে সেগুলো আর মানার উপযুক্ত নেই। চলুন কুরআন,হাদিস এমনকি খোদ হেযবুত তওহীদের দাবি দিয়ে তাদের কুফরী এ মন্তব্যের জবাব দেয়া চেষ্টা করি।

এক.

মহান আল্লাহ তা’য়ালা বলেন,

وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُم بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ اللّهِ وَمَا هُوَ مِنْ عِندِ اللّهِ وَيَقُولُونَ عَلَى اللّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ

অর্থ’ আর তাদের মধ্যে একদল রয়েছে, যারা বিকৃত উচ্চারণে মুখ বাঁকিয়ে কিতাব পাঠ করে, যাতে তোমরা মনে কর যে, তার কিতাব থেকেই পাঠ করছে। অথচ তারা যা আবৃত্তি করছে তা আদৌ কিতাব নয়। এবং তারা বলে যে, এসব কথা আল্লাহর তরফ থেকে আগত। অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয়। তারা বলে যে, এটি আল্লাহর কথা অথচ এসব আল্লাহর কথা নয়। আর তারা জেনে শুনে আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে।
সুরাঃ আলে ইমরান আয়াত: ৭৮

দুই.

আল্লাহ তা’য়ালা বলেন,

فَبِمَا نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَّوَاضِعِهِ وَنَسُواْ حَظًّا مِّمَّا ذُكِّرُواْ بِهِ وَلاَ تَزَالُ تَطَّلِعُ عَلَىَ خَآئِنَةٍ مِّنْهُمْ إِلاَّ قَلِيلاً مِّنْهُمُ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ

অর্থ: অতএব, তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিসম্পাত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। তারা কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, তারা তা থেকে উপকার লাভ করার বিষয়টি বিস্মৃত হয়েছে। আপনি সর্বদা তাদের কোন না কোন প্রতারণা সম্পর্কে অবগত হতে থাকেন, তাদের অল্প কয়েকজন ছাড়া। অতএব, আপনি তাদেরকে ক্ষমা করুন এবং মার্জনা করুন। আল্লাহ অনুগ্রহকারীদেরকে ভালবাসেন।
সুরাঃ মায়িদা আয়াত: ১৩

তিন.

অপর আয়াতে আল্লাহ তা‘আলা বলেন,

أَفَتَطْمَعُونَ أَن يُؤْمِنُواْ لَكُمْ وَقَدْ كَانَ فَرِيقٌ مِّنْهُمْ يَسْمَعُونَ كَلاَمَ اللّهِ ثُمَّ يُحَرِّفُونَهُ مِن بَعْدِ مَا عَقَلُوهُ وَهُمْ يَعْلَمُونَ

অর্থ: হে মুসলমানগণ, তোমরা কি আশা কর যে, তারা তোমাদের কথায় ঈমান আনবে? তাদের মধ্যে একদল ছিল, যারা আল্লাহর বাণী শ্রবণ করত; অতঃপর বুঝে-শুনে তা পরিবর্তন করে দিত এবং তারা তা অবগত ছিল।
সুরাঃ বাকারা আয়াত: ৭৫

চার.

আল্লাহ তা’য়ালা বলেন,

َوَيْلٌ لِلَّذِينَ يَكْتُبُونَ الْكِتَابَ بِأَيْدِيهِمْ ثُمَّ يَقُولُونَ هَذَا مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا فَوَيْلٌ لَهُمْ مِمَّا كَتَبَتْ أَيْدِيهِمْ وَوَيْلٌ لَهُمْ مِمَّا يَكْسِبُونَ

অর্থ: সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য পাওয়ার জন্য বলে, ‘এটা আল্লাহর পক্ষ থেকে। তাদের হাত যা রচনা করে তার জন্য শাস্তি তাদের এবং যা তারা উপার্জন করে তার জন্য শাস্তি তাদের।
সূরাঃ বাকারা আয়াত: ৭৯

পাঁচ.

অপর আয়াতে মহান আল্লাহ বলেন,

يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ قَدْ جَاءكُم مِّنَ اللّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ
يَهْدِي بِهِ اللّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلاَمِ وَيُخْرِجُهُم مِّنِ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ

অর্থ: হে আহলে-কিতাবগণ! তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছেন! কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জল গ্রন্থ।
এর দ্বারা আল্লাহ যারা তাঁর সন্তুষ্টি কামনা করে, তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে স্বীয় নির্দেশ দ্বারা অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন।
সুরা মায়িদা আয়াত-১৪-১৬

আয়াতগুলোতে মহান আল্লাহ পূর্ববর্তী সমস্ত ধর্মকে রহিত করে নবি মুহাম্মাদ স: এর ধর্ম ইসলামকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। কারণ পূর্বের আসমানী ধর্মগুলোও অবিকৃত বা উপযুক্ত না থাকায় মহান আল্লাহ নতুন ধর্ম তথা নবিজির স: মাধ্যমে ইসলাম ধর্ম পাঠালেন।

ছয়.

হাদিস শরীফে এসেছে,

عن عبدالله بن عباس قال يا مَعْشَرَ المُسْلِمِينَ كيفَ تَسْأَلُونَ أهْلَ الكِتابِ وكِتابُكُمُ الذي أُنْزِلَ على نَبِيِّهِ صَلّى اللهُ عليه وسلَّمَ أحْدَثُ الأخْبارِ باللَّهِ تَقْرَؤُونَهُ لَمْ يُشَبْ وقدْ حَدَّثَكُمُ اللَّهُ أنَّ أهْلَ الكِتابِ بَدَّلُوا ما كَتَبَ اللَّهُ وغَيَّرُوا بأَيْدِيهِمُ الكِتابَ فَقالوا هو مِن عِندِ اللَّهِ لِيَشْتَرُوا به ثَمَنًا قَلِيلًا أفلا يَنْهاكُمْ ما جاءَكُمْ مِنَ العِلْمِ عن مُساءَلَتِهِمْ

অর্থ: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা: হতে বর্ণিত।তিনি বলেন, হে মুসলিম সমাজ! কী করে তোমরা আহলে কিতাবদের নিকট জিজ্ঞেস কর? অথচ আল্লাহ তাঁর নাবীর উপর যে কিতাব অবতীর্ণ করেছেন, তা আল্লাহর সম্পর্কিত নবতর তথ্য সম্বলিত, যা তোমরা তিলাওয়াত করছ এবং যার মধ্যে মিথ্যার কোন সংমিশ্রণ নেই। তদুপরি আল্লাহ তোমাদের জানিয়ে দিয়েছেন যে, আহলে কিতাবরা আল্লাহ যা লিখে দিয়েছিলেন, তা পরিবর্তন করে ফেলেছে এবং নিজ হাতে সেই কিতাবের বিকৃতি সাধন করে তা দিয়ে তুচ্ছ মূল্যের উদ্দেশে প্রচার করেছে যে, এটা আল্লাহর পক্ষ থেকেই অবতীর্ণ। তোমাদেরকে প্রদত্ত মহাজ্ঞান কি তাদের নিকট জিজ্ঞেস করা থেকে তোমাদের বাধা দিয়ে রাখতে পারে না?
সূত্র: সহিহ বুখারী হাদিস-২৬৮৫

সাত.

হাদিস শরীফে আরো এসেছে,

أن عمر بن الخطاب أتى النبي صلى الله عليه و سلم بكتاب أصابه من بعض أهل الكتاب فقال يا رسول الله إني أصبت كتابا حسنا من بعض أهل الكتاب قال فغضب وقال امتهوكون فيها يا بن الخطاب فوالذي نفسي بيده لقد جئتكم بها بيضاء نقية لا تسألوهم عن شيء فيخبروكم بحق فتكذبوا به أو بباطل فتصدقوا به والذي نفسي بيده لو كان موسى حيا ما وسعه إلا أن يتبعني

অর্থ: হযরত উমর ইবনে খাত্তাব রা. নবীজী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের খেদমতে কোন আহলে কিতাব (ইহুদীদের) থেকে একটি কিতাব নিয়ে আসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমি একজন আহলে কিতাব থেকে একটি সুন্দর কিতাব পেয়েছি। বর্ণনাকারী বলেন, নবীজী (হযরত উমর রা. এই কিতাব দেখে) রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, হে উমর ইবনে খাত্তাব!  তোমরা কি তাতে হয়রান হয়ে পড়েছ? যার কুদরতী হাতে আমার প্রাণ তার কসম! নিশ্চয় আমি তোমাদের নিকট স্বচ্ছ উজ্জ্বল দীন নিয়ে এসেছি। তাদেরকে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করোনা। তাহলে তারা সত্য সম্পর্কে তোমাদেরকে অবহিত করবে আর তোমরা তা মিথ্যাপ্রতিপন্ন করবে। অথবা মিথ্যা সম্পর্কে অবহিত করবে আর তোমরা তা সত্য বলে মেনে নিবে। যেই সত্ত্বার হাতে আমার প্রাণ সেই যাতের কসম! যদি হযরত মূসা {আ.} জীবিত থাকতেন তাহলে তাঁর পক্ষেও আমার দীনের অনুসরণ ব্যতীত কোন সুযোগ থাকত না।
সূত্র: মুসনাদে আহমাদ হাদিস-১৫১৫৬ মাজমাউয যাওয়ায়েদ খ:১ পৃ:১৭৯ আল বিদায়া খ:২ পৃ:১২২ ফাতহুল বারী খ:১৩ পৃ্:৩৪৫ মুসান্নাফে ইবনে আবী শাইবা: ২৬৪২১ মিশকাত হাদিস-১৭৭ হুজ্জাতুল্লাহিল বালিগা খ:১ পৃ:২৮৮

আট.

নবিজি সা. বলেন,

عن جابر بن عبدالله قال رسولُ اللهِ ﷺ لا تسألوا أهلَ الكتابِ عن شيءٍ فإنهم لن يهدوكم وقد ضلُّوا

অর্থ: হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রা: থেকে বর্ণিত, নবিজি স: বলেন, তোমরা আহলে কিতাবদের কাছে কোন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করোনা।কারণ তারা তোমাদের সঠিক তথ্য দিতে পারবে না। তারা নিজেরাই তো পথভ্রষ্ট।
সূত্র: মাজমাউয যাওয়ায়েদ খ:১ পৃ:১৭৯

প্রিয় পাঠক! এ সম্পর্কে আরও অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস রয়েছে। আশা করি এ আটটি প্রমাণই যথেষ্ট এ কথা প্রমাণ করতে যে, ইসলাম ধর্ম ব্যতিত বাকি সকল ধর্মগ্রন্থ বিকৃত এবং বাতিল।

এরপরও যদি হেযবুত তওহীদের কোন সদস্যের কাছে কুরআন এবং হাদিসের কথাগুলো মানার ক্ষেত্রে যথেষ্ট না হয়, তাহলে সেক্ষেত্রে হেযবুত তওহীদের বই থেকেই প্রমাণ দিলে আশা করি আর অস্বীকার করার আর কোন সুযোগ সুযোগ থাকবে না। চলুন দেখি তারা কি লিখেছেন,

পূর্ববর্তী কেতাবগুলো ধর্মব্যবসায়ীদের দ্বারা বিকৃত হয়ে গিয়েছিল।”
সূত্র: ইসলাম কেন আবেদন হারাচ্ছে পৃষ্ঠা-৬

“শুধুমাত্র পবিত্র কোর’আনকে বিকৃত করতে পারেনি।”
সূত্র: জঙ্গিবাদ সংকট সমাধানের উপায় পৃষ্ঠা-৫৩।

সুৎরাং যে ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গিয়েছিল, সেগুলো এখনও সত্য বলে স্বীকার করে হেযবুত তওহীদ মূলত কুরআন শরীফের আয়াত, হাদিসগ্রন্থ অস্বীকার করার পাশাপাশি স্ববিরোধী বক্তব্য দিয়ে জাতিকে বেঈমান বানানোর প্রচেষ্টায় লিপ্ত।

Check Also

নবী-রাসুলগণ কি ব্যর্থ ছিলেন?

সকল নবীগণ আল্লাহর দেওয়া দায়িত্ব স্বীয় স্থানে পূর্ণভাবে পালন করেছেন। কেউ তাঁদের দায়িত্বে কোনো ত্রুটি …

২৭ comments

  1. all generic meds from india: india pharmacy all generic meds from india

  2. order prescription drugs from india: ordering medicine from india buy prescriptions from india pharmacy

  3. erectile dysfunction pills: https://edpillsonline24.com/# order erectile dysfunction pills

  4. how much will generic viagra cost: viagra without a doctor prescription usa buying viagra online without prescription

  5. amoxicillin medicine: amoxicillin capsules 250mg – amoxacillian without a percription

  6. diflucan generic brand: diflucan generic – over the counter diflucan 150

  7. propecia 5mg sale: buy finasteride no rx – propecia online
    valtrex 500mg online

  8. tadalafil pills: cialis pills – cheap tadalafil
    cost of valtrex in india

  9. finasteride 1mg: generic propecia – propecia price
    valtrex over counter

  10. tadalafil 20mg: tadalafil – tadalafil generic india
    how to buy valtrex without a prescription

  11. over the counter valtrex: cheap valtrex – purchase generic valtrex online
    valtrex pills where to buy

  12. over the counter erectile dysfunction pills: erectile dysfunction medications – best ed treatment pills
    treatment for ed

  13. how to buy cialis online from canada buy cheap cialis overnight – buy cialis without perscription
    cialis without prescriptions canada

  14. buy cialis shipping canada order original cialis online – buy cialis online best price
    buy cialis toronto

  15. fastest delivery of generic cialis buy cialis in miami – monthly cost of cialis without insurance
    buy cialis insurancecialis online without prescription

  16. stromectol south africa: buy ivermectin – ivermectin 3 mg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.