যদি একথা জানা যায় যে, তিনি হারাম টাকা দিয়েই কুরবানী দিচ্ছেন। যেমন সুদ,ঘুশ বা চুরির টাকা ইত্যাদী এরকম ব্যক্তির সাথে কুরবানীতে শরীক হলে উক্ত পশুতে শরীক সবার কুরবানী বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ তা’য়ালা বলেছেন,
وَلاَ تَلْبِسُواْ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُواْ الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ
অর্থ: তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না।
সুরাঃ বাকারা আয়াত: ৪২
উপরন্তু হাদিস শরীফে এসেছে,
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا
অর্থ: হযরত আবূ হুরায়রাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “আল্লাহ তা’আলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু ছাড়া গ্রহণ করেন না।
সূত্র: সহিহ মুসলিম হাদিস: ১০১৫
তবে যদি তাদের টাকার বিষয় অজানা থাকে, তাহলে অসুবিধা নেই। কারণ আল্লাহ তা’য়ালা বলেন,
لاَ يُكَلِّفُ اللّهُ نَفْسًا إِلاَّ وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
অর্থ: আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে।
সুরাঃ বাকারা আয়াত: ২৮৬
সুতরাং সতর্কতার সাথে শরীক নির্বাচন করা জরুরী।