Home > রোযা (page 6)

রোযা

হায়েয (মেন্স) এ রোযার বিধান

IMG 20200507 030558

হায়েয হলে কি করবে? রোযা অবস্থায় হায়েয বা নেফাস শুরু হলে রোযা রাখতে পারবে না।হাদিস শরীফে হযরত আবু সাঈদ খুদরী রা: থেকে একটি দীর্ঘ হাদীসে আসছে যে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর বা ঈদুল আযহায় মহিলাদের লক্ষ্য করে বললেন- أليسَ إذا حاضَتْ لَمْ تُصَلِّ ولَمْ تَصُمْ قُلْنَ بَلى قالَ فَذَلِكِ مِن نُقْصانِ دِينِها অর্থ: মহিলারা তো ঋতুস্রাবের সময় রোযা রাখতে পারে না এবং নামাযও পড়তে পারে …

Read More »

রোযা অবস্থায় স্ত্রীকে স্পর্শ করার বিধান

IMG 20200507 035050

রোযা অবস্থায় স্ত্রী চুম্বন বা স্পর্শ করা যাবে কি? রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করলে যদি বীর্যপাত না হয়, তাহলে রোযা নষ্ট হবে না। হাদিস শরীফে এসেছে, عن عائشة رضي الله عنها قالت كانَ النبيُّ ﷺ يُقَبِّلُ ويُباشِرُ وهو صائِمٌ وكانَ أمْلَكَكُمْ لِإِرْبِهِ অর্থ: হযরত আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল স: রোযা অবস্থায় (স্ত্রীকে) চুম্বন করতেন এবং …

Read More »

গর্ভবতী ও দুগ্ধপানকারিনীর রোযার বিধান

গর্ভবতী ও দুগ্ধপানকারিনী নারীর জন্য রোযা: যদি কোন মহিলার পেটে বাচ্চা থাকে অথবা কোলে বাচ্চা থাকে, যাকে দুধ পান করাতে হয় এমন মহিলার রোজা রাখলে যদি তার নিজের স্বাস্থ্য অথবা সন্তানের স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে অথবা তার জন্যে রোজা রাখাটা কষ্টকর হয়, এমন নারীর জন্য রোজা না-রাখা জায়েয আছে। তবে পরে অবশ্যই এ রোযাগুলোর কাযা করতে হবে। নবিজি স: …

Read More »

রোযাদারের নাকে,কানে,চোখে ড্রপ।

রোযাদারের জন্য চোখে,নাকে,কানে ড্রপ দেওয়া কি জায়েয? যদি নাকে, কানে ও চোখে ড্রপের মাধ্যমে ওষুধ দিলে তা খাদ্যনালীতে চলে যায়। তাহলে রোযা ভেঙ্গে যাবে। যদি না যায়, তাহলে ভাঙ্গবে না। কারণ রোযা অবস্থায় পেটে কিছু প্রবেশ করলে রোযা নষ্ট হয়ে যায়। عنِ ابنِ عبّاسٍ رَضِي اللَّهُ عنهُما قال إنما الفِطرُ مما دخلَ وليسَ مما خرجَ অর্থ: হযরত ইবনে আব্বাস রা: …

Read More »

রোযা অবস্থায় রক্তদান কি জায়েয?

‍রোযা রেখে ব্লাড (রক্ত) দেয়া জায়েয কি না? রোযা রেখে রক্ত দেয়া জায়েয। তবে ব্যক্তি যদি এমন দুর্বল হয় যে, রক্ত দিলে তাঁর রোযার ক্ষতি হবে বা রোযা ভাঙ্গতে হবে, তবে তার জন্য রক্ত দেয়া মাকরুহ। হাদিস শরীফে এসেছে, عن أبي سعيد الخدري قال قال النبي صلي الله عليه وسلم ثلاثٌ لا يُفطرْنَ الصائمَ الحجامةُ والقيءُ والاحتلامُ অর্থাৎ হযরত আবু …

Read More »

বমি হলে রোযা নষ্ট হবে কি না?

বমি হলে রোযা নষ্ট হবে কি না? রোযা অবস্থায় অনিচ্ছাকৃত ভাবে যদি বমি হয়ে যায়,তাহলে রোযার কোন ক্ষতি হবে না। তবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি হয়ে করে,তাহলে রোযা নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, عن أبي هريرة قال قال النبي صلي الله عليه وسلم مَن ذرعَه القيءُ فلا قضاءَ عليه، ومَن استقاءَ فعليه القضاءُ অর্থাৎ যে ব্যক্তির অনিচ্ছাকৃত ভাবে বমি …

Read More »

স্বপ্নদোষ হলে রোযা নষ্ট হবে কি?

IMG 20200507 025022

স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গবে কি না? স্বপ্নদোষ হলে বীর্যপাত হোক বা না হোক রোযা নষ্ট হবে না। কারণ ঘুম,স্বপ্ন এগুলো মানুষের কন্ট্রোলের বাহিরের বিষয়।আর সাধ্যের বাহিরে কোন কিছুর জন্য বান্দা পাকড়াও হবে না। لَا یُكَلِّفُ ٱللَّهُ نَفۡسًا إِلَّا وُسۡعَهَاۚ অর্থ: আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার চাপিয়ে দেন না। সুরা বাকারা আয়াত-২৮৬ উপরন্তু বিশ্বনবী স: বলেছেন, عن عائشة أم …

Read More »