আকাশ তোমায় কে দিলো রে এমন নিলিমা?
খুটিবিহীন কেমনে তুমি দাঁড়িয়ে রইলা?
তিমি তোমার হাজার টন খাবার দিলেন কে?
ঝিনুক তোমার মাঝে দামি মুক্তা কোথায় পেলে
কোন অফিসে চাকরি করো ওহে বনের পাখি,
খাবার নিয়ে বাসায় ফেরো কই পাও রে টাকাকড়ি
কে দিলো রে কোকিল তোমার কণ্ঠ চমৎকার,
হরিণ তোমার নাভি ভরা মেশক আম্বর।
কোন চিনিতে মিষ্টি বলো বনের মধু,
সুগন্ধে ভরা বকুল তোমার স্রষ্টা মহান প্রভু।
টিয়া তুমি সুন্দর এত কে দিলো ঐ কালার
কোন কলেজে পড়লে বাবুই বাসা চমৎকার,
বিরাট হাতি না খেয়ে তো মরে না ভবে,
বেহুশ মানুষ ছুটছে দেখো টাকার পিছে পিছে।
অবুঝ প্রাণী রবের উপর করছে ভরসা,
চোখ থাকিতে অন্ধ মানুষ আসলেই বোকা।
রিজওয়ান রফিকী 2/9/21