লেখক: মুফতী রিজওয়ান রফিকী।
হায়রে মানুষ, ভাবছো কভু কে বানালেন তোমায়?
দিনকে রাতে রাতকে দিনে কে বলো রে ঘোরায়?
হরেক রকম মানুষ কেহ সাদা কিংবা কালো,
অন্ধ,বোবা,বয়রা কেহ লম্বা কি বা খাটো।
হিজড়া কেহ পুরুষ-নারী কন্ঠ কালার ভিন।
গরীব কি বা ধনী কেহ বিধবা এতিম।
নানান রঙ্গের গাভী তবু, দুধের কালার এক,
মাকাল ফলে তিতা তবু তেতুল মাঝে টক।
বৃক্ষ বটের ফল ছোট, লতার গাছে কদু।
কে দিলো রে মৌচাকে ঐ মিষ্টি মিঠা মধু?
গরীব বাবার ১০ সন্তান জায়গা জমি নাই।
কোটি টাকার মালিক তবু সন্তানই তার নাই।
শিমুল গাছে নরম তুলা, মিষ্টি গাছের তাল,
নদ-নদী নাই তবু চোখে পানি ভরা খাল।
ভাবছি বসে সব কিছুতে রবের মহিমা,
সব কিছু তো তাঁর ইশারায় ঘুরছে সর্বদা।
তারিখ: ৫-৯-২২ ঈ. রাত: ১.২৬ মি: