আচ্ছা মানুষ ভাবছো কভু রবের মহিমা,
এই দুনিয়া তারই হাতে ঘুরছে সর্বদা।
একই মায়ের ১০ সন্তান বয়রা বানান কারো,
চোখের জ্যোতি দিলেন কারো বানালেন অন্ধ।
একটা পোলা বক্তা আবার অপরটা বোবা,
কেউবা কালা কেউবা সাদা কাউবা শ্যামলা।
ছেলে কিবা মেয়ে আবার অপরটা হিজলা
২৬ ইঞ্চি বক্তা কেহ পুরোটাই বোবা।
গরীব বাবার ১০ সন্তান জায়গা জমি নাই।
কোটি টাকার মালিক তবে সন্তানই তার নাই।
ছোট্র বেলায় কেউ বা এতিম, কেউ বা বিধবা।
কেউ বা আবার কাদছে দেখো বাচ্চা হারায়া।
কোটিপতি কেউবা ফকির কেউ বা ডাক্তার,
রোগে শোকে কাঁদে কেহো অভাব টাকার
লম্বা কিবা খাটো এসব কাহার মহিমা?
ভাবি সদা আর কেহ নয় তিনি আল্লাহ।
রিজওয়ান রফিকী ২/৯/২১