আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কাল,?
সূর্য বলো কোথা হতে পাইল এত আলো?
ফুলগুলো নানান রংয়ের কেমন করে হয়?
পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয়?
দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল?
আম গুলো পাকলে বলো কেমনে হয় তা লাল?
আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়?
বলো বলো ওহে মানুষ এসব কেমন করে হয়?
ভাবি সবি এসব মহান প্রভুর দান।
নত শিরে সিজদা করো ওহে মুসলমান।
আরে ডিমগুলো একই রকম পার্থক্য নয় বটে,
তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে?
আমরা সবাই বাস করি এই পৃথিবীরই অঙ্গে,
হাতের লেখা মুখ চেহারা মেলে না কারো সঙ্গে।
আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ,
প্রমান হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক।
Check Also
উল্টো বাস্তবতা:
লেখক: মুফতী রিজওয়ান রফিকী লোকে বলে, লেখা-পড়া করলে নাকি গাড়ি ঘোড়া হয়, এখন শিক্ষিতরাই বেকার …