প্রাণী যবাহ করার আগে
১. প্রানীকে পায়ে ধরে টেনে-হিচড়ের জবাইয়ের স্থানে নেওয়া,
২. প্রাণীকে মাটিতে শুইয়ে ছুরিতে ধার দেওয়া,
৩. এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা মাকরুহ। কারণ এতে পশুটির কষ্ট হয়। যা পরিত্যাগ করা উচিৎ। কারণ রাসুলুল্লাহ সা. বলেছেন,
إِنّ اللهَ كَتَبَ الْإِحْسَانَ عَلَى كُلِّ شَيْءٍ فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذّبْحَ وَلْيُحِدّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، فَلْيُرِحْ ذَبِيحَتَهُ
অর্থাৎ আল্লাহ তা’আলা সকল কিছুর উপর অনুগ্রহকে অপরিহার্য করেছেন। এতএব, যখন তোমরা (কাউকে শরীয়ত মুতাবেক হদ বা কিসাস হিসাবে) হত্যা করবে তো উত্তম পদ্ধতিতে হত্যা কর, যখন যবেহ করবে তো উত্তম পদ্ধতিতে যবেহ কর। এবং প্রত্যেকে তার ছুরিতে শান দিবে, যেন জবাইয়ের প্রাণির বেশি কষ্ট না হয়।
সূত: সহীহ মুসলিম হাদীস: ১৯৫৫ আবু দাউদ: ২৮১৫ তিরমিযী: ১৪০৯ নাসায়ী: ৪৪০৫