মোসাফাহা করার পর বুকে হাত রাখা নবি সঃ এবং সাহাবায়ে কেরাম রাঃ এর থেকে প্রমাণিত নয়।সুৎরাং যদি কেহ মোসাফাহা করার পর সুন্নাত মনে করে বা সওয়াবের প্রত্যাশা করে বুকে হাত রাখে বা এটা মোসাফাহার নিয়ম মনে করে তাহলে পরিস্কার বিদআত হবে। কারণ নবিজি স: বলেন,
عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ
অর্থ: হযরত আয়শা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-আমাদের দ্বীনের মাঝে যে ব্যক্তি নতুন বিষয় আবিস্কার করে যা তাতে নেই তাহলে তা পরিত্যাজ্য। {সুনানে আবু দাউদ, হাদিস নং-৪৬০৮, সহীহ বুখারী, হাদিস নং-২৫৫০, সহীহ মুসলিম-৪৫৮৯}
উত্তর প্রদানে-
মুফতী রিজওয়ান রফিকী
পরিচালক-
মারকাযুন নূর মাদরাসা বোর্ডবাজার, গাজীপুর সিটি।