Home > জায়েয-নাজায়েয > মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয?

মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয?

 

মৃত ব্যক্তির জন্য সাদাকা করা জায়েয আছে। কারণ এ বিষয়ে হাদীসে এসেছে,

عن عائشة رضى الله عنها أن رجلا أتى النى صلى الله عليه وسلم فقال يارسول الله أنَّ رَجُلًا أَتى النبيَّ ﷺ فَقالَ يا رَسولَ اللهِ إنَّ أُمِّيَ افْتُلِتَتْ نَفْسُها وَلَمْ تُوصِ وَأَظُنُّها لو تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَلَها أَجْرٌ إنْ تَصَدَّقْتُ عَنْها قالَ نَعَمْ

অর্থঃ আয়েশা রা. থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ (রা.) এর কাছে এসে জিজ্ঞের করল, ‘হে রাসূল! আমার মা হাঠাৎ ইন্তেকাল করেছেন। কোন অসিয়ত করে যেতে পারেননি। আমার মনে হয় তিনি কোন কথা বলতে পারলে অসিয়ত করে যেতেন। আমি যদি এখন তার পক্ষ থেকে সদকা করি তাতে কি তার সওয়াব হবে? তিনি উত্তর দিলেন, হ্যাঁ।
সূত্রঃ সহীহ বুখারী হাদীস: ১৩৮৮ সহীহ মুসলিম, হাদীস নং ১০০৪

লেখক

মুফতী রিজওয়ান রফিকী

পরিচালক: মাদরাসা মারকাযুন নূর বোর্ড বাজার,গাজীপুর সদর।

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.