Home > কাদিয়ানীদের ভ্রান্ত আকিদা > মির্জা কাদীয়ানীই নিজে সকল নবী হওয়ার দাবী।

মির্জা কাদীয়ানীই নিজে সকল নবী হওয়ার দাবী।

 

كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ

অর্থ: আল্লাহ লিখে দিয়েছেনঃ আমি এবং আমার রসূলগণ অবশ্যই বিজয়ী হব। নিশ্চয় আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী।
সুরা মুজাদালাহ আয়াত: ২১

এই আয়াতের টিকায় লিখেছেন,

اس وحی الہی میں خدا نے میرا نام رسل رکھا ہے

অর্থাৎ আল্লাহর এই ওহীর বানীতে আমার নাম “রাসুলগণ” রাখা হয়েছে।
সৃুত্র: হাকিকতুল ওহী পৃ: ৭৩ রুহানী খাযায়েন খ: ২২ পৃ: ৭৬

خدا تعالٰی نے مجھے تمام انبیاء علیہم السلام کا مظہر ٹھہرایا ہے اور تمام نبیوں کے نام میری طرف منسوب کئے ہے میں آدم ہوں میں شیث ہوں میں نوح ہوں میں ابراہیم ہوں میں اسحق ہوں میں اسمعیل ہوں میں یعقوب ہوں میں یوسف ہوں میں موسی ہوں میں داود ہوں میں عیسی ہوں

অর্থাৎ আল্লাহ আমাকে সমস্ত নবীদের আ: প্রকাশক বানিয়েছেন এবং সমস্ত নবীদের নাম আমাদের দিকে মানসুব করা হয়েছে। সুতরাং আমি আদম,আমি শিস, আমি নূহ, আমি ইবরাহীম, আমি ইসহাক, আমি ইসমাঈল, আমি ইয়াকুব, আমি ইউসুফ, আমি মুসা, আমি দাউদ, আমি ঈসা।
সূত্র: হাকিকতুল ওহী পৃ: ৭৩ রুহানী খাযায়েন খ: ২২ পৃ: ৭৬

Check Also

মুজাদ্দিদ হওয়ার দাবি:

ভন্ড গোলাম আহমদ নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, پھر جب تیرھویں صدی کا اخیر ہوا اور …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.