Home > কাদিয়ানীদের ভ্রান্ত আকিদা > মির্জা কাদিয়ানীর হাত আল্লাহর হাত

মির্জা কাদিয়ানীর হাত আল্লাহর হাত

 

ایسا ہی فرمایا ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم یعنی جو لوگ تیرے بیعت کرتے ہے وہ در حقیقت خدا کی بیعت کرتے ہیں یہ خدا کا ہاتھ ہے جو ان کے ہاتھوں پر ہے اب ان تمام آیات میں آنحضرت صلی اللہ علیہ وسلم کا ہاتھ خدا کا ہاتھ ٹھہرایا گیا مگر ظاہر ہے کہ وہ خدا کا ہاتھ نہیں ہے

অর্থাৎ এমনিভাবে (আল্লাহ নবীজিকে সা.) বলেছেন ان الذين يبايعونك انما يبايعون الله يد الله فوق ايديهم অর্থাৎ “যারা তোমার হাতে বায়আত গ্রহণ করেছেন, তারা মূলত আল্লাহর হাতেই বায়আত গ্রহণ করেছেন। এটা আল্লাহরই হাত যা তাদের হাতের উপর ছিল।” এ সকল আয়াতে হুযুর সা. এর হাতকে আল্লাহর হাত সাব্যস্ত করা হয়েছে। কিন্তু স্পষ্ট বিষয় হলো, সেটা আসলে আল্লাহর হাত নয়।
সূত্র: হাকিকতুল ওহী পৃ: ৬৫ রুহানী খাযায়েন খ: ২২ পৃ: ৬৭

প্রিয় পাঠক, উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় মির্জা কাদিয়ানী নবীজির হাতকে আল্লাহর হাত বলে স্বীকৃতি দিতে না চাইলেও নিজের হাতকে আল্লাহর হাত দাবী করতে ভুল করেননি। তিনি লিখেছেন, আল্লাহ নাকি মির্জা সাহেবকে বলেছেন,

جو لوگ تجھ سے بیعت کرتے ہے وہ مجھ سے بیعت کرتے ہے یہ تیرا ہاتھ نہیں بلکہ میرا ہاتھ ہے جو انکے ہاتھوں پر رکھا جاتا ہے

অর্থাৎ যারা তোমার হাতে বায়আত গ্রহণ করল, তারা মূলত আল্লাহর হাতেই বায়আন নিয়েছে। কারণ এটা তোমার হাত নয়, ওটা আমার হাত। যে হাত তিনি (আল্লাহ) তাদের হাতের উপর রাখেন।
সূ্ত্র: দাফিউল বালা পৃ: ৬ রুহানী খাযায়েন খ: ১৮ পৃ: ২২৬

Check Also

মুজাদ্দিদ হওয়ার দাবি:

ভন্ড গোলাম আহমদ নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, پھر جب تیرھویں صدی کا اخیر ہوا اور …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.