মা যেমন সারা রাত ঘুমান না।
বাবা ছেলের সাথে রাগ করে ঘর থেকে যদি বের করে দেন, তাহলে রাত হয়ে গেলে সবাই ঘুমালেও মা ঘুমায় না। কারণ সন্তানকে সবচে বেশি ভালোবাসেন মা। সন্তান যদি গভীর রাতে মাকে ডাক দেয়, আর মা যদি ঘুমিয়ে থাকে, তাহলে এটা মায়ের পরিচয় হয় না। এজন্য অপরাধী সন্তান দরজায় নক করলে, ঘরে টেনে নেয়ার জন্য মা যেমন সারা রাত ঘুমায় না। ঠিক তেমনি আল্লাহ তা’য়ালা বলেন,
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۚ اَلۡحَیُّ الۡقَیُّوۡمُ ۬ۚ لَا تَاۡخُذُهٗ سِنَة وَّ لَا نَوۡمٌ
অর্থ: আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়।
সুরাঃ বাকারা আয়াত: ২৫৫
অর্থাৎ আল্লাহ বুঝাতে চান, আমার কোনো বান্দা অপরাধ করেছে আমেরিকায়, কোনো বান্দা অপরাধ করেছে লন্ডনে, কোনো বান্দা অপরাধ করেছে আফগানিস্তানে, কাজাকিস্তানে, পাকিস্তানে, হিন্দুস্তান বা বাংলাদেশ, আমার সেই অপরাধী বান্দারা আমার ক্ষমার দরজায় যেকোনো সময় নক করবে।
আল্লাহ বুঝাতে চান বান্দা, অপরাধী সন্তান দরজার লক করলে দরজা খুলে ঘরের মাঝে নেওয়ার জন্য মা যেমন সারারাত ঘুমায় না। তেমনি আমার অপরাধী গুনাহগার বান্দা তওবার দরজায় নক করার সাথে সাথে ক্ষমা করে আমার কুদরতী বুকের দরজা খুলে আমার ভালোবাসার বুকে জায়গা দেওয়ার জন্য ২৪ ঘন্টা ঘুমাইনা।
নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি
বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি
সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ
তোমার মিজানে মেপোনা আমায় প্রভু . . .
গোপনে ক্ষমা করে দিও তুমি ।
——-
আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি
তোমার করুণা রহমতের দ্বারে
আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান
আমি অসহায় ধরোনা পরপারে
আমার জীবনে দিওনা কোন বিপদ
কিংবা অপমান দুঃখ গ্লানি ।