Home > কাদিয়ানীদের ভ্রান্ত আকিদা > ঈসা ও মাহদী হওয়ার দাবী

ঈসা ও মাহদী হওয়ার দাবী

মাহদি দাবি:
فانا ذالك النور والمجدد المأمور ، والعبد المنصور ، والمهدي المعهود والمسيح الموعود
অর্থ: আমি সেই নূর এবং হুকুম প্রাপ্ত সেই মুজাদ্দিদ, এবং সাহায্য প্রাপ্ত বান্দা এবং সেই নির্দিষ্ট মাহদি এবং প্রতিশ্রুত মাসীহ।
সুত্রঃ- রুহানী খজায়েন খ. ১৬ পৃ. ৫১

 

 

لو كان الايمان معلقا بالثرايا لناله رجل من فارس اس عاجز کے حق میں ہے

সূত্র: হাকিকতুল ওহী পৃ. ৬৮ রুহানী খাযায়েন খ. ২২ পৃ. ৫০২

میں اس خدا کی قسم کھا کر کہتا ہوں کہ جس کے ہاتھ میں میری جان ہے کہ اسی نے مجھے بھیجا ہے اور اسی نے میرا نام نبی رکھا ہے اور اسی نے مجھے مسیح موعود کے نام سے پکارا ہے

অর্থাৎ যাঁর হাতে আমার জিবন সেই রবের নামে শপথ করে বলছি- তিনি আমার নাম নবি রেখেছেন এবং তিনি আমাকে প্রতিশ্রুত মাসীহের নাম দ্বারা ডেকেছেন।
সূত্র: তাতিম্মা হাকিকতুল ওহী পৃ: ৬৯ রুহানী খাযায়েন খ: ২২ পৃ: ৫০৩

Check Also

মুজাদ্দিদ হওয়ার দাবি:

ভন্ড গোলাম আহমদ নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে, پھر جب تیرھویں صدی کا اخیر ہوا اور …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.