মালেক ইবনে সিনান রা.
আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরী রা: তখনও মুসলমান হননি। কাফেরদের সাথে ওহুদে এসেছিলেন। পাথর মারলে নবীজির কপাল ফেটে রক্ত বের হচ্ছিল। তখন আবু সাঈদ খুদরী রা: এর বাবা মালেক ইবনে সিনান রা’: সমস্ত রক্ত চুষে মুখটা পরিষ্কার করে দিলেন। নবীজি বললেন-
لن تمسك النار
সূত্র: সিরাতে মুস্তফা ২/২০৮
أصيب وجه رسول الله صلى الله عليه وسلم يوم أحد ، فاستقبله مالك بن سنان فمص جُرح رسول الله صلى الله عليه وسلم : ” من أحب أن ينظر إلى من خالط دمي دمه فلينظر إلى مالك بن سنان
সূত্র: মু’জামে কাবীর (তবরানী) হাদিস: ৫৪৩০