Home > জায়েয-নাজায়েয > মহিলারা চুলে কালার করতে পারবে কিনা ?

মহিলারা চুলে কালার করতে পারবে কিনা ?

 

মহিলারা শুধুমাত্র স্বামীর খুশি ও দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে চুল বাদামী, সোনালি, লালচে প্রভৃতি কালার করতে পারবে। কারণ হাদিস শরীফে এসেছে,

إِنَّ أَبَا هُرَيْرَةَ رضى الله عنه قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لاَ يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ

অর্থ: হযরত আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদী ও নাসারারা (দাঁড়ি ও চুলে) রং লাগায় না বা খেযাব দেয় না। অতএব তোমরা (রং লাগিয়ে বা খেযাব লাগিয়ে) তাদের বিপরীত কাজ কর।
সহিহ বুখারী হাদিস: ৩৪৬২

তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে,
১. কালো কালার না করা।
২. কালারে ক্ষতিকারক কিছু না থাকা।
৩. এমন মোটা কোনো কালার যেটা দিলে চুলের গোড়ায় পানি পৌছায় না এ ধরণের কালার না হওয়া। কারণ এ ধরণের কালার হলে ফরজ গোসল আদায় করা সম্ভব হয় না।
৪. পরপুরুষকে দেখানোর উদ্দেশ্য না হওয়া।
৫. অমুসলিম ও ফাসেক অথবা নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ইত্যাদির সাদৃশ্য অবলম্বন করার উদ্দেশ্য না হওয়া।

লেখক:

মুফতী রিজওয়ান রফিকী

Check Also

পুরুষের জন্য টাখনুর নিচে কাপড় পরা হারাম।

  عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَا …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.