Home > সুন্নাতি জিবন > মহররম ও আশুরা

মহররম ও আশুরা

 

সম্মানিত মাস মহররম

إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّهِ ٱثۡنَا عَشَرَ شَهۡرࣰا فِی كِتَـٰبِ ٱللَّهِ یَوۡمَ خَلَقَ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضَ مِنۡهَاۤ أَرۡبَعَةٌ حُرُمࣱۚ
সুরাঃ তাওবা, আয়াত, ৩৬

السَّنَةُ اثْنا عَشَرَ شَهْرًا، مِنْها أرْبَعَةٌ حُرُمٌ، ثَلاثَةٌ مُتَوالِياتٌ: ذُو القَعْدَةِ وذُو الحِجَّةِ والمُحَرَّمُ، ورَجَبُ مُضَرَ، الذي بيْنَ جُمادى وشَعْبانَ.
সূ্ত্র: সহিহ বুখারী হাদিস: ৩১৯৭ মুসলিম: ১৬৭৯

রোযার ফযিলত:

أَفْضَلُ الصِّيامِ، بَعْدَ رَمَضانَ، شَهْرُ اللهِ المُحَرَّمُ
সূত্র: সহিহ মুসলিম,হাদিস: ১১৬৩

وصِيامُ يومِ عاشُوراءَ، إِنِّي أحْتَسِبُ على اللهِ أنْ يُكَفِّرَ السنَةَ التِي قَبْلَه
সূত্র: জামে সগীর, হাদিস: ৫১০১

মুসা আ. এর জন্য ইয়াহুদীদের রোযা

قَدِمَ رَسولُ اللهِ ﷺ المَدِينَةَ، فَوَجَدَ اليَهُودَ يَصُومُونَ يَومَ عاشُوراءَ فَسُئِلُوا عن ذلكَ؟ فَقالوا: هذا اليَوْمُ الذي أَظْهَرَ اللَّهُ فيه مُوسى، وَبَنِي إسْرائِيلَ على فِرْعَوْنَ، فَنَحْنُ نَصُومُهُ تَعْظِيمًا له، فَقالَ النبيُّ ﷺ: نَحْنُ أَوْلى بمُوسى مِنكُم فأمَرَ بصَوْمِهِ
সূত্র: সহিহ মুসলিম হাদিস: ১১৩০

৯ তারিখ রোযা রাখা

صُومُوا يومَ عاشوراءَ، وخالفُوا فيهَ اليهودَ، صومُوا قبلَه يومًا، وبعدَهُ يومًا
সূত্র: জামে সগীর, হাদিস: ৫০৫০

لَئِنْ بَقِيتُ إلى قابِلٍ لَأَصُومَنَّ التّاسِعَ. وفي رِوايَةِ أَبِي بَكْرٍ: قالَ: يَعْنِي يَومَ عاشُوراءَ
সূত্র: সহিহ মুসলিম, হাদিস: ১১৩৪

ভিত্তিহীন কথা:

১. এদিন হযরত ইউসুফ আ. জেল থেকে মুক্তি, 
২. হযরত ইয়াকুব আ. চোখের জ্যোতি ফেরা, 
৩. এদিনেই কিয়ামত সংঘটিত হওয়া,
৪. হযরত ইউনুস আ. মাছের পেট থেকে মুক্তি, 
৫. হযরত ইদরীস আ.কে আসমানে উঠানো,
সূত্র: আল-আসারুল মারফূআহ, (আবদুল হাই লাখনেবী) পৃ. ৬৪-১০০

কুসংস্কার:

তাজিয়া, শোকগাঁথা পাঠ, শোক পালন, মিছিল ও র‌্যালি বের করা, শোক প্রকাশার্থে শরীরকে রক্তাক্ত করা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব রসম-রেওয়াজের কারণে এ মাসটিকেই অশুভ মাস মনে করার একটা প্রবণতা অনেক মুসলমানের মধ্যেও লক্ষ করা যায়। এজন্য অনেকে এ মাসে বিয়ে-শাদী থেকেও বিরত থাকে। বলাবাহুল্য এগুলো অনৈসলামিক ধারণা ও কুসংস্কার।

হুসাইন রা. এর ঘটনা হাদিসগুলোর অনেক পরে।

Check Also

ঘরে প্রবেশ করার সময় সুন্নাত:

১. দু’আ পড়া। ২. ঘরবাসীকে সালাম দেয়া। হাদিস শরীফে এসেছে, عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.