Home > ফাযায়েলে আ’মাল (page 2)

ফাযায়েলে আ’মাল

জান্নাতের ৮টি দরজা খোলা থাকবে যে আমলে

হযরত উমর রা. থেকে বর্ণিত নবীজি সা. বলেন, مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوُضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ অর্থ: তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে ওযু করে এ দু’আ পড়বে- “আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয় আন্না মুহাম্মাদান …

Read More »

যে আমল করলে অবশ্যই জান্নাতে যাবেন:

  مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلاَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ যে মুসলিম সুন্দরভাবে ওযু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি আল্লাহর প্রতি নিবদ্ধ রেখে দু’ রাকাআত সালাত আদায় করে সে অবশ্যই জান্নাতে যাবে। সূত্র: সহিহ মুসলিম হাদিস: ৪৪১

Read More »

ফিরিস্তাদের দুআ পাওয়ার আমল

  হযরত আবু দারদা রা. বলেন, নবীজি সা. বলেছেন, مَنْ دَعَا لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ آمِينَ وَلَكَ بِمِثْلٍ অর্থ: যে লোক তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দু’আ করে, তার জন্য একজন নিয়োজিত ফেরেশতা ‘আমীন’ বলতে থাকে আর বলে, তোমার জন্যও অনুরূপ। সূ্ত্র: সহিহ মুসলিম হাদিস: ২৭৩২

Read More »

এক সেকেন্ডে কয়েকশ কোটি নেকীর আমল

  হযরত উবাদা ইবনে সামিত রা. বলেন, আমি নবীজি সা. থেকে বলতে শুনেছি, مَنِ استغفَر للمؤمنين والمؤمناتِ كتَب اللهُ له بكلِّ مؤمنٍ ومؤمنةٍ حسنةً অর্থ: যে ব্যক্তি ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারীর জন্য ক্ষমার প্রার্থনা করবে, আল্লাহ তা‘আলা তাকে প্রত্যেক ঈমানদার পুরুষ এবং নারীর ক্ষমা প্রার্থনার বিনিময়ে একটি করে নেকি লিখে দেবেন। সূত্র: মাজমাউয যাওয়ায়েদ খ. ১০ পৃ. ২১৩ সনদ: …

Read More »

মৃত্যুর আগেই জান্নাতে নিজের ঘর দেখার আমল।

  হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, নবীজি সা. বলেছেন, من صلّى عليَّ في يومٍ ألفَ مرَّةٍ لم يمُتْ حتّى يرى مقعدَه من الجنَّةِ অর্থাৎ যে ব্যক্তি আমার উপর প্রতিদিন ১ হাজার বার দরুদ শরীফ পাঠ করবে, সে তার জান্নাতের ঠিকানা না দেখার আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সূত্র: আত তারগীব ওয়াত তারহীব (মুনযিরি রহ.) খ. ২ পৃ. ৪০৪ …

Read More »