ان ركن الاعتكاف وهو اللبث
সূত্র: আল মাবসুত খ. ২ পৃ. ১২২
إن خرج من غير عذر ساعة فسد اعتكافه
অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া যদি ইতিকাফকারী ব্যক্তি মসজিদ থেকে বের হয়, তাহলে তার ই’তিকাফ নষ্ট হয়ে যাবে। (চাই দিনে বা রাতে ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই বের হোক না কেন।)
সূত্র: ফাতাওয়া হিন্দিয়া খ. ১ পৃ. ২১২
عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: ” السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ: أَنْ لَا يَعُودَ مَرِيضًا، وَلَا يَشْهَدَ جَنَازَةً، وَلَا يَمَسَّ امْرَأَةً، وَلَا يُبَاشِرَهَا، وَلَا يَخْرُجَ لِحَاجَةٍ، إِلَّا لِمَا لَا بُدَّ مِنْهُ، وَلَا اعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ، وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ
আয়িশাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ই‘তিকাফকারীর জন্য সুন্নাত হলোঃ সে কোনো রোগী দেখতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, সওম না রেখে ই‘তিকাফ করবে না এবং জামে মসজিদে ই‘তিকাফ করবে।
সূত্র: সুনানে আবু দাউদ হাদিস: ২৪৭৩