রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েবের সকল বিষয় জানেন বলে অনেকে দাবি করে বসেছেন। অথচ গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা। প্রথমে নিন্মে কয়েকটি আয়াত ও হাদিস পেশ করছি, মহান আল্লাহ তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম-কে সরাসরি নির্দেশ দিয়েছেন যে, قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أعلمُ الْغَيْبَ (হে নবী! তাদেরকে) বলো, আমি তোমাদেরকে বলি না যে, আমার কাছে …
Read More »প্রবন্ধ
আত্মহত্যা ও ইসলাম।
আত্মহত্যা ও ইসলাম। ‘জীবন’ আল্লাহর দেয়া এক মহানিয়ামত। বিশেষ করে মানবজাতি সৃষ্টি করে মহান আল্লাহ বলেছেন, لَقَدۡ کَرَّمۡنَا بَنِیۡۤ اٰدَمَ وَ حَمَلۡنٰهُمۡ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ وَ رَزَقۡنٰهُمۡ مِّنَ الطَّیِّبٰتِ وَ فَضَّلۡنٰهُمۡ عَلٰی کَثِیۡرٍ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِیۡلًا অর্থ: আমি আদাম সন্তানকে সম্মানিত করেছি, তাদের জন্য জলে স্থলে যানবাহনের ব্যবস্থা করেছি, তাদেরকে পবিত্র রিযক দিয়েছি আর আমি তাদেরকে আমার অধিকাংশ সৃষ্টির …
Read More »বাদ্যযন্ত্র হারাম।
যেকোনো অডিও রেকর্ডিং ও এডিট করার সময় তাল ঠিক রাখার জন্য instrument তথা বাজনা ব্যবহার করা হয়। শুধু তাই নয়,বর্তমানে ইসলামী সংগীতের ভেতরেও সুক্ষভাবে instrument (বাদ্যযন্ত্র) ব্যবহার করা হচ্ছে। যখন অডিও এডিট করা হয়, তখন সব ইন্সট্রুমেন্ট ফেলে দেওয়া হয় না। কিছু ইন্সট্রুমেন্ট রেখে দেওয়া হয়। বিশেষ করে, প্যাড এবং বেজ গীটার এর ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। যেটা সাধারণ মানুষের …
Read More »শবে বরাত
শবে বরাত মূূলত بَراءَةٌ শব্দের অর্থ ক্ষমা। শবে বরাত মানে ক্ষমার রজনী “ভাগ্য রজনী” নয়।” আরবী অভিধানে البراءة অর্থ করা হয়েছে, السلامة من العيب সূত্র: মু’জামু লুগাতিল ফুকাহা পৃ. ৮৬ أَنَّ اللّهَ بَرِيءٌ مِّنَ الْمُشْرِكِينَ وَرَسُولُهُ অর্থ: আল্লাহ এবং তাঁর রসূল মুশরেকদের থেকে দায়িত্ব মুক্ত সুরা তওবা আয়াত: ৩ بَراءَةٌ مِنَ اللَّهِ ورَسُولِهِ إلى الَّذِينَ عاهَدْتُمْ مِنَ المُشْرِكِينَ অর্থ’ সম্পর্কচ্ছেদ …
Read More »মৃত ব্যক্তির পরিবার কর্তৃক খানার আয়োজন: عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لَنْ يَدَعَهُنَّ النَّاسُ النِّيَاحَةُ وَالطَّعْنُ فِي الأَحْسَابِ وَالْعَدْوَى أَجْرَبَ بَعِيرٌ فَأَجْرَبَ مِائَةَ بَعِيرٍ مَنْ أَجْرَبَ الْبَعِيرَ الأَوَّلَ وَالأَنْوَاءُ مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا অর্থ: হযরত আবু হুরাইরা রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ …
Read More »