হেযবুত তওহীদের দাবি:
”ইসলামের এ দেহটি তো বহুদিনের মরা,পঁচা, গলে যাওয়া একটি শবদেহ।”
সূত্র: ইসলামের প্রকৃত সালাহ-৬১
“যে ধর্ম মানুষকে শান্তি দিতে পারে না সেটা আত্মাহীন ধর্মের লাশ।”
সূক্র: সবার ঊর্ধ্বে মানবতা পৃষ্ঠা-৯
”প্রকৃত এসলাম বিকৃত হোতে হোতে এখন আর বিকৃতত কঙ্কালটি ছাড়া কিছুই অবশিষ্ট নেই।”
সূত্র: আল্লাহর মো’জেজা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা-৯
”মরক্কো থেকে ফিলিপাইন পর্যন্ত ইসলামের এই বিশাল বিস্তৃত দেহটি আজ মরা ও দুর্গন্ধময়।”
ইসলামের প্রকৃত সালাহ-৬০
ইসলাম কি বলে?
ইসলামকে মরা,পচা ও দুর্গন্ধম এবং কঙ্কাল বলে আখ্যায়ীত করা কোনো মুসলিমের কাজ হতে পারে না, বরং এমনটি যারা বলে তারা ইসলাম বিদ্বেষীদের সুরে সুর মিলিয়ে কথা বলে। দুঃখজনক হলেও সত্য যে, হেযবুত তওহীদ সে পথই অবলম্বন করেছে। অবশ্য এক্ষেত্রে নিজেরা নিজেদের মিথ্যুক প্রমাণ করছেন হেযবুত তওহীদ। কারণ তারা অন্যত্র বলে ফেলেছেন,
“আখেরী নবী মোহাম্মদ (দ:) এর উপর অবতীর্ণ এই সত্যদীন আল্লাহর সৃষ্টিজগতের মতই নিঁখুত ও অবিকৃত। আল্লাহর সৃষ্টি কেমন নিখুঁত,…. আল্লাহর দেওয়া সত্যদীনও এমনই নিখুঁত।”
সূত্র: আসুন সিস্টেমটাকে পাল্টাই পৃষ্ঠা ১৯-২০
উপরন্তু তারা আরো লিখেছেন,
“আর মোহাম্মদের (দ.) উম্মার অভিযানের ফলে পৃথিবীর যে অংশটুকুতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল সেটুকুতে আজ চৌদ্দশ’ বছর পরও তা মৃতপ্রায় হলেও বেঁচে আছে।
সূত্র: শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম পৃষ্ঠা-১১৮
তাহলে যে ধর্মটি আজও নিখুঁত এবং জিবিত, সেটা মরা,পচা,দুর্গন্ধময় হয় কিভাবে? প্রমাণ হলো, তারা তাদের কথায় নিজেরাই মিথ্যুক।