১। রক্ত, ২। মাদীপশুর লজ্জাস্থান, ৩। অণ্ডকোষ, ৪। লালাগ্রন্থি, ৫। পুরুষাঙ্গ, ৬। মূত্রথলি এবং ৭। পিত্তথলি।
প্রমাণ
عن مجاهد قال كان رسول الله صلى الله عليه وسلم يكره من الشاة سبعا الدم والحياء والأنثيين والغد و الذكر والمثانة والمرارة
অর্থ: হযরত মুজাহিদ রহ. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর সাতটি অংশ খাওয়া অপছন্দ করতেন- রক্ত, লজ্জাস্থান, অণ্ডকোষ, লালাগ্রন্থি, পুরুষাঙ্গ, মূত্রথলি, পিত্তথলি।
সূত্র: মুসান্নাফ আবদুর রাযযাক খ: ৪ পৃ: ৪০৯
আস সুনানুল কুবরা খ: ১০ পৃ: ৭ জামে সগীর হাদিস: ৭১৪২ তবরানী খ: ৯ পৃ: ১৮১
আল মাজমুউ (নববী) খ: ৯ পৃ: ৭৮