…রিজওয়ান রফিকী
ও আমারই দেশের মানুষ একটা কথা শোন
বিএনপি, আওয়ামী, জাপা কেউ নয় আপন
দুই দলকে নিয়ে কত করছো মারামারি,
সেই নেতারা এক টেবিলে খায় সিগারেট পানি,
যেই নেতাগো লাইগা ভায়ের ফাটাইলা মাথা,
বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা।
ঐ নেতাদের লাইগা যখন পড়বা বিপদে,
সেই নেতারা বলবে শালা তোরে চিনে কে?
যেই নেতারা ভাগ করেছে, আমগো দলে দলে,
সেই নেতারা তাল মিলিয়ে চলে তলে তলে।
পাবলিক মরি রাস্তা ঘাটে, বাট এসি রুমে নেতা
আসল কথা আমরা বলদ হচ্ছি বলির পাঠা।