হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
إِذَا ضَحّى أَحَدُكُمْ فَلْيَأْكُلْ مِنْ أُضْحِيّتِهِ
অর্থ’ তোমাদের কেউ যখন কুরবানী করবে, সে যেন তার কুরবানীর গোশত খায়।
সূত্র: মুসনাদে আহমাদ হাদীস: ৯০৭৮ জামে সগীর: ৭৩২ (হাদিসটি সহিহ)